Advertisement
০৪ অক্টোবর ২০২৩
Kangana Ranaut

‘বউ সামলাতে পারেনি, আবার অন্যকে জ্ঞান দিচ্ছে!’ মুখ খুলতেই ট্রোলড অনুরাগ

কী কারণে ‘বন্ধু’ হয়ে গেলেন ‘শত্রু’? কঙ্গনার টিমের দাবি, এর আগে নাকি একগুচ্ছে টুইটে পরিচালক অভিনেত্রীর উদ্দেশে বলেন, কঙ্গনাকে উসকাচ্ছেন কিছু সুযোগসন্ধানী মানুষ।

কঙ্গনা, অনুরাগ। ফাইল চিত্র।

কঙ্গনা, অনুরাগ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২২ জুলাই ২০২০ ১৫:২৯
Share: Save:

‘বম্বে ভেলভেট’ পরিচালকের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ ছিল না কঙ্গনা রানাউতের। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু যেন সব চেনা গল্প পাল্টে দিল। অতি সম্প্রতি, বলিউডের স্বজনপোষণ নিয়ে ফের সরব ‘কুইন’। তাপসী পান্নু থেকে মহেশ ভট্ট, তাঁর কোপ এবং তোপ থেকে বাদ পড়েননি কেউই।

বাকি ছিলেন অনুরাগ কাশ্যপ। শনিবার এক চ্যানেলের সাক্ষাৎকারে তাঁকেও ‘মিনি মহেশ ভট্ট’ তকমা দিলেন কঙ্গনা।

কী কারণে ‘বন্ধু’ হয়ে গেলেন ‘শত্রু’? কঙ্গনার টিমের দাবি, এর আগে নাকি একগুচ্ছে টুইটে পরিচালক অভিনেত্রীর উদ্দেশে বলেন, কঙ্গনাকে উসকাচ্ছেন কিছু সুযোগসন্ধানী মানুষ। আসলে কঙ্গনা একদম একা। বলিউডে তাঁর শুভাকাঙ্খী কেউ নেই। এঁরা কঙ্গনাকে লড়িয়ে দিয়ে মজা দেখছেন। আখেরে অভিনেত্রীর ক্ষতি করছেন।

ব্যাস, দেখতে দেখতে শুরু বাগযুদ্ধ। তখনই অভিনেত্রীর টিম বাঁকা কথা ছোঁড়ে পরিচালকের উদ্দেশে, ‘‘নিজের বউকেই (পড়ুন কালকি কেঁকলা) সামলাতে পারেনি। সে চলেছে অন্যকে জ্ঞান দিতে!’’

আরও পড়ুন: কাঠের স্ট্রেচারে রোগীকে পাহাড়ি নদী পার করাচ্ছেন গ্রামবাসীরা

সোশ্যাল মিডিয়ায় এ ভাবে ট্রোলড হয়ে ছেড়ে কথা বলেননি অনুরাগও। একদম স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কেটে কেটে জবাব দিয়েছেন বক্রোক্তির, ‘‘নারীকে সামলাতে হয় না! নারী নিজেকে নিজেই সামলে নেওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, যাঁরা আমাকে এত কথা শোনাচ্ছেন তাঁদের এবং তাঁদের পুরো পরিবার সামলানোর ক্ষমতা রাখেন একজন নারী।’’

আরও পড়ুন: শাহরুখের বাড়ি 'মন্নত' ঢেকে গেল প্লাস্টিকের চাদরে

এর পরেই নিজস্ব ঢঙে অনুরাগ মুখ খোলেন নিজের অতীত জীবন নিয়ে। প্রাক্তন স্ত্রী কালকির চলে যাওয়ার ঘটনা নিজের মুখেই স্বীকার করে বলেন, “উনি তো আমার কেনা দাসী ছিলেন না, যে ধরে বেঁধে রাখব! মতে মেলেনি। কালকি তাই চলে গিয়েছেন। কিন্তু আপনাদের স্বামী/বউ বাড়িতে আছেন তো?”

অনুরাগের এই ধরনের টুইটে পরে আপত্তি জানান অশোক পণ্ডিত। তাতে অবশ্য দমবার পাত্র নন বিতর্কিত পরিচালক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE