দেখতে দেখতে ৩-এ পা।
বিরাট-অনুষ্কার বিয়ের জন্মদিন আজ। ২০১৭ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাধা পড়েছিলেন তাঁরা। তবে ৩ বছরেও ভালবাসার রং বিন্দুমাত্র মলিন হয়নি। আজও একে অপরকে চোখে হারান তাঁরা। এই বিশেষ দিনে সেই গল্পই বলছে তাঁদের সোশ্যাল মিডিয়া পেজ।
সক্কাল সক্কাল ইনস্টাগ্রামে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা। খোলা আকাশের নীচে দাঁড়িয়ে তাঁরা। বিরাটকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছেন অভিনেত্রী। দু’জনেই প্রাণখোলা হাসিতে উচ্ছ্বল।
আজকের দিনে কাছে নেই ভালবাসার মানুষ। ছুঁয়ে থাকার উপায় নেই তাঁকে। তাই ফেলে আসা মুহূর্তগুলোই যেন হাতড়াচ্ছেন অনুষ্কা। ছবির ক্যাপশনেও সেই আঁচ স্পষ্ট। তিনি লিখেছেন, ‘আমাদের ৩ বছর এবং খুব শীঘ্রই আমরা ৩ হব। তোমাকে মিস করছি।’ অনুষ্কার পোস্টে ভালবাসা জানিয়েছেন, জোয়া আখতার, মৌনি রায়, জ্যাকলিন ফার্নান্ডেজ।
অন্য দিকে, বিরাটও জানিয়ে দিলেন তাঁর ইচ্ছের কথা। আরও একবার বলে দিলেন অনুষ্কাকে সারা জীবনের জন্য ভালবাসায় বেঁধে রাখতে চান তিনি। ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের সাদা-কালো একটি ছবি দিয়ে তিনি লিখলেন, ‘৩ বছর এবং সারা জীবনের জন্য’।