মাথা নীচে, পা উপরে!
নাহ, উল্টে যায়নি কেউ। শীর্ষাসন করছেন অনুষ্কা শর্মা এবং তাতে সাহায্য করছেন বিরাট কোহালি। সেই ছবি অভিনেত্রী মঙ্গলবার পোস্ট করলেন তাঁর ইনস্টগ্রাম পেজে। দেখা যাচ্ছে কালো টি-শার্ট এবং হালকা আকাশি ট্র্যাক প্যান্টে আসনে মনোযোগী অনুষ্কা। তাঁর দু’টি পা ধরে রেখে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছেন বিরাট।
অনুষ্কা এই মুহূর্তে শুধুমাত্র বলিউডের প্রথম সারির নায়িকাই নন, একটি প্রযোজনা সংস্থার কর্ণধারও বটে। গর্ভাবস্থায় কর্ম বিরতি নেওয়ার আগেই তাই পেশাগত যাবতীয় কাজ মিটিয়ে নিয়েছেন তিনি। এর পর কাছের মানুষ এবং শরীর চর্চা নিয়েই মজে রয়েছেন হবু মা।
বরাবরই অনুষ্কা যোগব্যায়ামে আস্থা রেখেছেন। তাই গর্ভাবস্থায়ও তার অন্যথা হয়নি। শীর্ষাসন নাকি ‘সব চেয়ে’ কঠিন, ছবির ক্যাপশনেই অনুষ্কার অকপট স্বীকারোক্তি। অভিনেত্রী লিখলেন, “যোগব্যায়াম যেহেতু আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশও, তাই চিকিৎসক আমাকে সে সব ব্যায়াম করার অনুমতি দিয়েছেন যেগুলি আমি গর্ভাবস্থার আগে করতাম। শুধুমাত্র খুব ঘুরে বা সামনে ঝুঁকে পড়ে যে সব ব্যায়াম করতে হয়, সেগুলি বাদ রাখার উপদেশ দিয়েছেন। শীর্ষাসন আমি বহু বছর ধরে করছি, এই আসন করার সময় অবলম্বন হিসাবে আমি দেওয়ালের সাহায্য করি এবং আমার দক্ষ স্বামীও সাবধানতা অবলম্বনের জন্য আমাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে।” এর সঙ্গেই অনুষ্কা জানিয়েছেন, এই সবটাই তার যোগব্যায়াম শিক্ষকের তত্ত্বাবধানে হয়েছে।
আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। তার পরেই দুই থেকে তিন হবেন বিরাট-অনুষ্কা। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ডেলিভারির পর মে মাস থেকে তিনি ফের কাজে ফিরবেন। আপাতত প্রথম বা ‘মা’ ডাক শোনার অপেক্ষায় তিনি।
আরও পড়ুন: হঠাৎ করেই বদলে যান ‘প্রিয় বৌদি’ রেণুকা, সলমনের বিরোধিতা করে বিপদে পড়েন নিজেই
আরও পড়ুন: বাবার জন্মদিনে শাশ্বত ‘অরণ্যের দিনরাত্রি’-র ছবি পোস্ট করলেন