প্রচলিত জনপ্রিয় ধারণা হচ্ছে, পৃথিবীতে একই রকম দেখতে ৭ জন মানুষ থাকেন। অনেকে এই ঘটনায় বিশ্বাস করুন বা না করুন, বলিউড সেলিব্রিটি অনুষ্কা শর্মা এই ঘটনায় দিব্যি বিশ্বাস করেন। সম্প্রতি তাঁর একটি টুইটার পোস্টে এমন কথাই বললেন অনুষ্কা। কিন্তু কেন এমন বললেন তিনি?
গত ১ ফেব্রুয়ারি অনুষ্কা শর্মার মতো হুবহু দেখতে আর একজন মহিলার ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। মার্কিন গায়িকা এবং গান রচয়িতা জুলিয়া মাইকেলের সেই ছবি দেখে অনেকেই অনুষ্কাকে জিজ্ঞেস করতে শুরু করেছিলেন, তিনি এবং জুলিয়া কি যমজ বোন? অনেকে আবার এমনও জিজ্ঞেস করেছিলেন যে, অনুষ্কা কবে তার চুল সাদা করে ফেললেন? এই পোস্টটি নজরে এসেছিল গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পাওয়া গায়িকা জুলিয়ার। অনুষ্কাকে ট্যাগ করে তিনি টুইটারে লিখেছিলেন যে, “আমাদের দেখতে কিন্তু একদম একই রকম লাগছে! আমরা যমজ নাকি?”
জুলিয়ার সেই টুইট নজর এড়ায়নি অনুষ্কার। মজা করে তিনি জুলিয়াকে উত্তরে লিখেছেন যে, “তুমি একদম ঠিক বলেছো। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি! আমি তোমাকেই এতদিন ধরে খুঁজছিলাম। ঠিক যেমন ভাবে বাকি পাঁচজনকেও খুঁজছি, যারা একদম আমাদের মত দেখতে!”
OMG YES!! 😲 I've been looking for you and the remaining 5 of our dopplegangers all my life 😂 https://t.co/SaYbclXyXt
— Anushka Sharma (@AnushkaSharma) February 5, 2019
আরও পড়ুন: “হাউ ইজ দ্য জোশ”-এর পিছনের গল্পটা কী?
আরও পড়ুন: গুরুতর অসুস্থ সোনু, হাসপাতাল থেকে কী বললেন অনুরাগীদের