বড় লক্ষ্য সামনে। প্রসিত রায় পরিচালিত 'চাকদহ এক্সপ্রেস' মুক্তি পাবে আগামী বছর। যেখানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা শর্মা। এটি ঝুলনেরই জীবনীচিত্র।
কন্যা ভামিকা দেড় বছরে পা দিতেই সংসার সামলে ফের অভিনয়ে পা রেখেছেন বিরাট-ঘরনি। নিজেকে চরিত্রের মাপে গড়ে তুলছেন তিনি। চলছে মাঠে নেমে ক্রিকেটের অনুশীলন। সেই উপলক্ষে প্রায়ই শ্যুটিংয়ের ঝলক শেয়ার করছেন অভিনেত্রী।
২০১৮-য় আনন্দ এল রাইয়ের 'জিরো'র পরই অন্তঃসত্ত্বা হন অনুষ্কা। কন্যা ভামিকার জন্মের পর তাকে একটু বড় করেই একেবারে 'চাকদহ এক্সপ্রেস'-এর ময়দানে চলে আসেন। বিষয়টি যে খুব সহজ নয়, তা অনুষ্কা নিজেও জানতেন। তবু চ্যালেঞ্জ নিয়েছিলেন। সদ্য মা হওয়ার পর কাজ করতে এসে দেখেছিলেন, শরীরে দিচ্ছে না। দৌড়-ঝাঁপ করতে কষ্ট হচ্ছে। তবু হার মানেননি অভিনেত্রী। সেই অভিজ্ঞতার কথাও এই সুযোগে জানান নেট-দুনিয়ায়।