মলাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর আরবাজ় খান বিয়ে করেন রূপটানশিল্পী সুরা খানকে। বিয়ের এক বছর পার হতে না হতেই এসেছিল সুখবর। বাবা হতে চলেছেন আরবাজ়। এর আগে মলাইকার সঙ্গে একটি সন্তান রয়েছে তাঁর। সেই ছেলের বয়স ২২। সদ্য স্নাতক হয়েছেন সেই ছেলে আরহান খান। এ বার ৫৭ বছর বয়সে দ্বিতীয় বার বাবা হচ্ছেন সলমনের ভাই। বাবার হবু সন্তানের জন্য আয়োজিত সাধের অনুষ্ঠানে এলেন আরহান। কড়া নিরাপত্তার বলয়ে এলেন সলমন খান।
আরও পড়ুন:
সুরা ও আরবাজ়ের বয়সের পার্থক্য অনেকটাই। স্ত্রীয়ের ইচ্ছেমতো সাধের অনুষ্ঠানের থিম ছিল হলুদ। সুরা পরেছিলেন হলুদ গাউন, আরবাজ়ের পরনে হলুদ শার্ট ও সাদা প্যান্ট। ছেলে আরহানও আসেন বাবার সঙ্গে পোশাকে রংমিলান্তি করে। সলমন ঢোকেন অনেকটা পরে। সলমন আসার আগে সেখানে দ্বিগুণ করে দেওয়া হয় নিরাপত্তা। যদিও আরবাজ় সলমন, সোহলে পরিবারের সদস্যরা ছাড়াও হাজির হয়েছিলেন বলিউডের অন্য তারকারাও।
বাবার দ্বিতীয় বিয়ের সময়েও তাঁর সঙ্গে ছিলেন আরহান। বাবা ও সৎ মায়ের জন্য গান গেয়েছিলেন। এর পর একাধিক বার আরহানকে সুরা-র সঙ্গে দেখা গিয়েছে। প্রথম থেকে সৎ মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন মলাইকা-পুত্র। শোনা যাচ্ছে, অক্টোবরে ভূমিষ্ঠ হবে আরবাজ় ও সুরা-র সন্তান।