Advertisement
E-Paper

দীর্ঘ দাম্পত্যে ভুল বোঝাবুঝি, ইগোর লড়াই! সম্পর্ক স্বাভাবিক করতে কোন পথ বেছে নেন অর্চনা-পরমীত?

ক্যামেরার সামনে অর্চনা পূরণ সিংহকে হাসি-ঠাট্টায় মজে থাকতে দেখা যায়। কিন্তু, ভিতরে লুকিয়ে ছিল গভীর ক্ষত। কী ভাবে বেরিয়ে এলেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৮
পরমীতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন নিয়ে মুখ খুললেন অর্চনা। ছবি: সংগৃহীত

পরমীতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন নিয়ে মুখ খুললেন অর্চনা। ছবি: সংগৃহীত

নিয়মিত ভ্লগ করেন অভিনেত্রী অর্চনা পূরণ সিংহ। তাঁর নানা ভিডিয়োয় উঠে আসে ব্যক্তিগত জীবনের অনেক গল্প, পরিবারের কাহিনি। তাঁর পারিবারিক মুহূর্ত উপভোগ করে দর্শক। তবে সম্প্রতি এক পডকাস্টে, নিজের ছোটবেলার আতঙ্ক থেকে পরমীত সেঠীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন, সব কিছু নিয়েই মুখ খোলেন অভিনেত্রী।

প্রায়ই যাঁকে স্বামীর সঙ্গে মিষ্টি স্মৃতি ভাগ করতে দেখা যায়, হাসিমুখে দেখা যায়, তাঁকে সে দিন মনের ভেতরের জমানো কান্না বেরিয়ে এসেছিল। স্বামীর সঙ্গে সম্পর্কের চড়াই-উতরাই প্রসঙ্গে তিনি বলেন, “সকলেই বলেন অর্চনাজি আর পরমীতজি দারুণ জুটি। কিন্তু ‘পারফেক্ট কাপ্‌ল’ কাকে বলে?” অভিনেত্রী বলে চলেন, “‘পারফেক্ট কাপ্‌ল’ তাদের বলে যারা জীবনের সমস্ত চ্যালেঞ্জ পার করে এসেছেন। আমাদের বিয়েতে অনেক সমস্যার মুখে পড়েছি। একে অন্যকে বুঝতে প্রচুর ভুল করেছি। সেই সঙ্গে ছিল ইগোর লড়াই। সেই সময় শ্রী শ্রী রবিশঙ্কর আমাদের সাহায্য করেছেন।”

অর্চনা জানান ‘সুদর্শন ক্রিয়া’র মাধ্যমে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন তিনি, সেরে উঠেছেন পুরনো ক্ষত থেকে। ছোটবেলার এক গভীর আতঙ্কের কথা মনে করে অভিনেত্রী বলেন, “সুদর্শন ক্রিয়া করার সময় হঠাৎ বুঝতে পারি, ‘মা, আমাকে ছেড়ে যেও না’, বলে যাচ্ছি। কেন জানি না ওরকম বলছিলাম।” বাড়ি ফিরে এই কথা মায়ের সঙ্গে ভাগ করেন অভিনেত্রী। তখন মায়ের থেকে জানতে পারেন, অর্চনার ১০ মাস বয়সে দিন দশেকের জন্য কলকাতায় গিয়েছিলেন তাঁর মা। ওই একবারই মা একা ছেড়েছিলেন মেয়েকে। অভিনেত্রীর কথায়, “হয়তো সেই বিচ্ছেদই আমার মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। যার ফলে এত বছর পরেও আমি বলছি ‘মা, আমাকে ছেড়ে যেও না’। জানি না কী হয়েছিল, কিন্তু এই ঘটনা ঘটেছে সেটা জানি।”

ওই সময়, পরমীতের সঙ্গে অর্চনার সম্পর্কের টালমাটাল অবস্থা। নিজের জীবনে যোগ-ধ্যানের প্রভাব বুঝতে পেরে পরমীতকেও উৎসাহিত করেন তিনি। “নিজেকে এর থেকে ভাল উপহার দিতে পারবে না”, পরমীতকে বোঝান অর্চনা। বেঙ্গালুরুতে যোগব্যয়াম ও ধ্যান করতে শুরু করেন। লাভও হয়। অভিনেত্রী বলেন, “পরমীত আমাকে বলেছিল, ঝগড়ার সময়েও ওর কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমি। আমরা একে অন্যকে ভিন্ন ভাবে দেখার ক্ষমতা রাখি।” ধীরে ধীরে তাঁদের সম্পর্কের ক্ষতে প্রলেপ পড়ে। আপাতত একসঙ্গে যোগাভ্যাসে মন দিয়েছেন তাঁরা।

অর্চনা পূরণ সিংহ ও পরমীত সেঠীর বিয়ের বয়স ৩৩। তাঁদের দুই সন্তান, আর্যমান ও আয়ুষ্মান। সম্প্রতি, তাঁদের বড় ছেলে আর্যমান বিয়ের প্রস্তাব দিয়েছেন তাঁর বান্ধবী-অভিনেত্রী যোগিতা বিহানীকে। সেই খবরও সমাজমাধ্যমেই জানান তাঁরা।

Archana Puran Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy