ছোট পর্দায় তিনি আছেন। জ়ি বাংলার ‘রান্নাঘর’ সামলাচ্ছেন দক্ষ হাতে। রান্নার রিয়্যালিটি শো-এ কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের হেঁশেলে এখন তারকারা অতিথি হয়ে আসেন। তাঁদের ছবির প্রচার করতে। পাশাপাশি, ভাল-মন্দ রান্নার রেসিপি ভাগ করে নিতে। সেই তিনি নাকি ধারাবাহিকে ফিরছেন? এমনই খবর টেলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে দিন দুই ধরে। যদিও কনীনিকা এর আগে আনন্দবাজার ডট কমকে জানিয়েছিলেন, খুব ভাল গল্প বা চরিত্র না পেলে ধারাবাহিকে তিনি না-ও ফিরতে পারেন।
কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে? কী ধরনের চরিত্রেই বা ফিরছেন তিনি?
শোনা যাচ্ছে, ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ কনীনিকাকে শীঘ্রই নাকি দেখা যাবে। নায়ক ‘আর্য সিংহ রায়’-এর মায়ের চরিত্রে। নায়কের ভূমিকায় অভিনয় করছেন জীতু কমল। চিত্রনাট্য অনুযায়ী তাঁর মা ‘রাজলক্ষ্মী সিংহ রায়’। কিন্তু তিনি নায়কের আসল মা নন! এই আসল মায়ের চরিত্রে নাকি দেখা যেতে পারে কনীনিকাকে। দিনকয়েকের মধ্যে শুটিং শুরু হবে তাঁর।
অভিনেত্রী-সঞ্চালিকাকে শেষ দেখা গিয়েছে ২০২২-এ, স্টার জলসার ধারাবাহিক ‘আয় তবে সহচরী’তে। সেখানে ইন্দ্রনীল চট্টোপাধ্যায় ওরফে ‘রুদ্র’র ‘মা’ হয়েছিলেন তিনি। এই ধারাবাহিক করেই কি তাঁর গায়ে ‘মা’-এর তকমা এঁটে গিয়েছে?
আবার মায়ের চরিত্রেই ফিরছেন? প্রশ্ন রেখেছিল আনন্দবাজার ডট কম। অভিনেত্রী-সঞ্চালিকা স্পষ্টই বিরক্ত। তাঁর সপাট দাবি, “আপাতত ধারাবাহিকে ফেরার কোনও ভাবনা নেই। আমায় কি জীতুর ‘মা’ হিসাবে আদৌ মানাবে? কী ভাবে এই ধরনের গুঞ্জন ছড়ায় বুঝতে পারি না!”