‘ইন্ডিয়ান আইডল ১২’ বিতর্ক জারি। অমিত কুমারের পর শো নিয়ে সরব আশা ভোঁসলে। নেটমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যদিও সমর্থন জানিয়েছেন এই প্রজন্মের শিল্পীদের। একই সঙ্গে দাবি, ‘‘ওঁদের কাছে গান নেই। তাই আমাদের গাওয়া গান গাইছেন!’’ কিংবদন্তি শিল্পীর এই মন্তব্য নতুন করে উস্কে দিয়েছে রিয়েলিটি শো নিয়ে তরজা।
কী ঘটেছিল জনপ্রিয় রিয়েলিটি শো-তে?
কিশোর কুমারের গান দিয়ে সাজানো হয়েছিল বিশেষ পর্ব। তাই নিয়ে উত্তাল ছোট পর্দা থেকে নেটমাধ্যম। নেটাগরিকদের একাংশের দাবি, প্রতিযোগীরা কিংবদন্তি গায়কের গান ঠিকমতো পরিবেশন করতে পারেননি। অথচ তাঁদের প্রশংসায় পঞ্চমুখ বিশেষ বিচারক অমিত কুমার স্বয়ং! এই তালিকায় তাঁরা জুড়ে দিয়েছেন ২ বিচারক হিমেশ রেশমিয়া, নেহা কক্করের নামও। ওঁরাও কিশোর কুমারের গান গেয়েছিলেন।