Advertisement
E-Paper

রণবীরের ‘ব্রহ্মাস্ত্র লুক’ ফাঁস করলেন অয়ন!

এই ছবিতে প্রথমবার রণবীর-আলিয়া জুটিকে দেখবেন দর্শক। আবার অমিতাভ বচ্চনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন এই দুই তারকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ১৪:০৮
অয়নের শেয়ার করা রণবীরের সেই ছবি।— ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

অয়নের শেয়ার করা রণবীরের সেই ছবি।— ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

এলোমেলো চুল। চাহনিও স্পষ্ট নয়। দেখে অনেকেরই মনে হচ্ছে, হয়তো অসুস্থ ইনি। ইনি রণবীর কপূর। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’-তে হয়তো এই লুকেই দেখা যাবে তাঁকে। সদ্য এই লুক প্রকাশ করলেন অয়ন স্বয়ং।

রণবীরের এই ছবি শেয়ার করে অয়ন লিখেছেন, ‘রুমি। ও হল রুমি। এই ছবিটা প্রথম দিকের লুক টেস্টের সময়। রুমি বলে, আমার সঙ্গে সব কিছুর একমাত্র যোগসূত্র ভালবাসা। সেটাই ছবিতে রাখার চেষ্টা করেছি। কিন্তু তার পর নতুন ভাবনা এল। ড্রাগন হয়ে গেল ব্রহ্মাস্ত্র। আমরা রণবীরকে নতুন হেয়ারকাট করালাম। রুমি হয়ে গেল শিবা।’

এই ছবিতে প্রথমবার রণবীর-আলিয়া জুটিকে দেখবেন দর্শক। আবার অমিতাভ বচ্চনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন এই দুই তারকা। বুলগেরিয়া, এডিনবরা, লন্ডন এবং মুম্বইতে শুটিং বয়েছে এই ছবির। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি।

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ও খারাপ ভাবে ছুঁয়েছিল, সহঅভিনেতার বিরুদ্ধে মুখ খুললেন টিনা

Rumi. First, he was Rumi. Rumi with long hair. This image is from an early look test for the movie. Rumi said, ‘Love is the bridge between you and everything...’, and that feeling is the foundation we started building the protagonist of this movie on... But then, there was new inspiration, newer thoughts... Dragon became Brahmāstra, we gave Ranbir a haircut, and Rumi became... Shiva. #brahmastra #shivadiaries #memories #creativeprocess #evolving

A post shared by Ayan Mukerji (@ayan_mukerji) on

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

Ranbir Kapoor Hindi Film Bollywood Celebrities Upcoming Movies রণবীর কপূর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy