বিমানে চেপে কী বার্তা দিলেন আয়ুষ্মান?
বর্ষায় দুর্ভোগ। ঘরে ঘরে হাঁচি-কাশি-জ্বর। মুম্বইয়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে এতে। কী ভাবে এড়ানো যাবে সংক্রমণ? কারও কুনজর লাগেনি তো? বিমানে উড়তে উড়তে টোটকা দিলেন ‘অন্ধাধুন’ অভিনেতা আয়ুষ্মান খুরানা। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। গোড়ালি কিংবা কব্জিতে সাধারণ মানুষ সংস্কার বশে যে কালো সুতো বা ডোর, বাঁধেন সেই সবও বাঁধতে বললেন।
বিমানে ভিতরে বসে পোস্ট আয়ুষ্মানের।
শনিবার জানলার ধারে বসে হাসিমুখে একটি মোনোক্রোম ছবি পোস্ট করেছিলেন আয়ুষ্মান। ছবির ক্যাপশনে লিখলেন, ‘বিমানের ভিতর। ওয়ান এ, জানলার ধারের সিট। সময় এসেছে সাবধান হওয়ার। শুনছি, মুম্বই ছেয়ে গিয়েছে সর্দি-জ্বর, সংক্রমণে। ঘরে ঘরে মানুষ অসুস্থ। আমরা তো সবাই এক গ্লাস করে গরম জল নিয়ে তাতে গোলমরিচ ফেলে খেতে পারি! এটা সত্যিই উপকারী। কালো ডোরও বেঁধে রাখুন সবাই। যাতে কুনজর না লাগে।’ আয়ুষ্মানের এই মন্তব্য রসিকতা কি না, তা নিয়ে ধন্দে পড়েছেন অনুরাগীরা।
আয়ুষ্মানকে শেষ দেখা গিয়েছিল অনুভব সিংহের ‘অনেক’ ছবিতে। সেখানে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ছবি মুক্তির কয়েক সপ্তাহ পরেই সপরিবার ছুটি কাটাতে ইউরোপে উড়ে যান। খুব শীঘ্রই অনুভূতি কাশ্যপের ‘ডক্টর জি’ ছবিতে দেখা দেবেন আবার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy