Advertisement
E-Paper

‘তব্বুকে চুমু খাওয়ার সুযোগ কেউ ছাড়ে?’ সমকামী প্রেম প্রসঙ্গে কী বললেন বাংলাদেশের বাঁধন?

তব্বুর সঙ্গে চুম্বনদৃশ্য ছিল বাংলাদেশের অভিনেত্রী আজ়মেরি হক বাঁধনের। সেই দৃশ্য সাড়া ফেলেছিল দর্শকমহলে। হঠাৎ স্মৃতিতে ডুব দিলেন বাঁধন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৪:৩৯
Azmeri Haque Badhan’s comment on kissing Tabbu in film Khufiya

তব্বুকে পর্দায় চুম্বন করেছিলেন বাঁধন। ছবি: সংগৃহীত।

২০২৩ সালের ছবি ‘খুফিয়া’-তে নজর কেড়েছিলেন তব্বু। সেই ছবিতেই অভিনেত্রীর সঙ্গে চুম্বনদৃশ্য ছিল বাংলাদেশের অভিনেত্রী আজ়মেরি হক বাঁধনের। সেই চুম্বনদৃশ্য সাড়া ফেলেছিল দর্শকমহলে। হঠাৎ স্মৃতিতে ডুব দিলেন বাঁধন। সমাজমাধ্যমে তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, তব্বুকে চুম্বন করার সুযোগ কেউ ছাড়তে চায় না।

ছবির পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে তাঁর একটি কথোপকথন তুলে ধরেন বাঁধন। পরিচালক প্রশ্ন করেছিলেন, “আজ়মেরি, এই ছবির প্রস্তাব সকলে ফিরিয়ে দিয়েছে। তুমি এই ছবিতে কাজ করতে রাজি হলে কেন?” উত্তরে বাঁধন বলেছিলেন, “তব্বুকে চুম্বন করার সুযোগ কে ছাড়বে?”

এই উত্তর শুনে বাঁধনের সঙ্গেই হেসে উঠেছিলেন বিশাল ভরদ্বাজও। রসিকতা সরিয়ে রেখে পরে যদিও পরিচালককে বাঁধন বলেন, “সত্যি কথা বলতে আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ হারাতে চাইনি। আমি একজন শিল্পী। আমার কোনও কিছু নিয়ে ভয় পাওয়া উচিত নয়। তা ছাড়া আমার চরিত্রটি পছন্দ হয়েছে।”

বাংলাদেশের কোনও অভিনেত্রীই এই ছবিতে অভিনয় করতে রাজি হচ্ছিলেন না বলে জানিয়েছিলেন বিশাল। কোনও অভিনেত্রী আপত্তি জানিয়েছিলেন ছবিতে ‘জামাত’ শব্দটির ব্যবহার নিয়ে, কেউ আবার আপত্তি তুলেছিলেন পর্দায় আর সহ-অভিনেত্রীকে চুম্বনের দৃশ্যে। তা হলে বাঁধন রাজি হয়েছিলেন কেন? অভিনেত্রীর কথায়, “স্যর, সমকামের আমি ভয় পাই না। আমি মনে করি, সকলের নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। আমি আমার দেশকে ভালবাসি। চাই না, জামাত বা মৌলবাদীরা আমার দেশে আধিপত্য গড়ে তুলুক।” বাঁধনের এই মন্তব্য শুনে বিশাল বলেছিলেন, “আমি ঠিক মানুষকেই ছবিতে নিয়েছি। খুব ভাল লাগছে, আমরা একসঙ্গে কাজ করছি।”

যদিও সমাজমাধ্যমে বাঁধনের এই স্মৃতিচারণ অনেকেই ভাল ভাবে নিতে পারেননি। গত বছর ও পার বাংলার উত্তপ্ত পরিস্থিতিতে বাঁধন পক্ষ নিয়েছিলেন বিপ্লবের। সে বিষয়ে কটাক্ষ ধেয়ে এসেছে তাঁর দিকে। অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁর রাজনৈতিক মতবাদ নিয়েও।

Azmeri Haque Badhon Tabbu Vishal Bhardwaj
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy