ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। রীতিমতো রণক্ষেত্রের রূপ নিয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। প্রতিবাদ জানিয়েছেন এ পার বাংলার শিল্পীরাও। এমন পরিস্থিতিতে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের অভিনেত্রী সিমরিন লুবাবা।
আরও পড়ুন:
বাংলাদেশের নাটক থেকে ছোটপর্দা— সর্বত্র অত্যন্ত পরিচিত মুখ লুবাবা। প্রায়ই বিভিন্ন সাক্ষাৎকারে দেখা যেত তাঁকে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি জানান, তিনি আর মুখ দেখাবেন না। এ বার থেকে পাশ্চাত্য পোশাক ছেড়ে বোরখা পরবেন। লুবাবা সরাসরি কিছু না জানালেও, তার মা জাহিদা ইসলাম জেমি বলেন, ‘‘লুবাবা নিজেই উপলব্ধি করেছে যে, সে আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে নিজের জীবনধারায় পরিবর্তন আনতে চায়। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।’’
জেমি আরও বলেন, “লুবাবা এরই মধ্যে কোরান পড়া শেষ করেছেন। বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়ছে সে। এ সব পড়াশোনা করেই তার মধ্যে পরিবর্তন এসেছে। আগামী রমজ়ানে সে মক্কায় যাবে, এমনই পরিকল্পনা রয়েছে।’’ উল্লেখ্য, কিছু দিন আগে ভারতীয় অভিনেত্রী জ়ায়রা ওয়াসিমও সিনেমার কাজ ছেড়ে ধর্মে মন দিয়েছেন। শিশুশিল্পী হিসাবে আত্মপ্রকাশ হয়েছিল তাঁরও। মাত্র ১৮ বছরেই সাফল্যের চূড়ায় পৌঁছোন। এর পরে, ২০১৯ সালের ৩০ জুন সমাজমাধ্যমে পোস্ট করে জ়ায়রা লিখেছিলেন, ‘‘আমি নিজেকে সম্পূর্ণ রূপে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চাই। তাই অভিনয়জগৎ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।’’ একই সিদ্ধান্ত নেন বলিউডের আরও এক অভিনেত্রী, সানা খান।