বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। বৃহস্পতিবারই ধানমন্ডি থেকে আটক করা হয়েছে প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে। এ বার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করল অভিনেত্রী সোহানা সাবাকে।
বুধবার রাতে বাংলাদেশের মানুষের উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন বলে জানান হাসিনা। আওয়ামী লীগ এবং ছাত্র লীগের তরফে তার প্রচার করা হলে হাসিনা-বিরোধীরা ক্ষুব্ধ হন। রাতেই তাঁরা ধানমন্ডিতে মুজিবের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
আরও পড়ুন:
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রীর বিরুদ্ধে। গত অগস্ট মাস থেকেই বিভিন্ন সময়ে সমাজমাধ্যমের পাতায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন শাওন। একই ভাবে গত ৩ দিন আগেও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অভিনেত্রী। সেই কারণেই কি তবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক করা হল শাওনকে? সেই উত্তর অবশ্য এখনও অজানা। তবে সোহানাকে আটক করার নেপথ্য কারণ হিসাবে জানা যাচ্ছে তিনি নাকি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এবং ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যও তিনি।
ধানমন্ডিতে অশান্তি নিয়ে ইতিমধ্যে বিবৃতি জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাতে বলা হয়েছিল, হাসিনার ‘সহিংস আচরণের প্রতিক্রিয়া’-তেই ভাঙচুর করা হয়েছে মুজিবের বাড়িতে। দাবি, ‘ভারতে বসে’ হাসিনা জুলাইয়ের গণআন্দোলন নিয়ে যে ‘প্ররোচনামূলক’ মন্তব্য করেছেন, তারই প্রভাব পড়েছে মানুষের উপর। হাসিনা যাতে ভারত থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করতে না-পারেন, নয়াদিল্লিকে তা নিশ্চিত করতে লিখিত অনুরোধও করেছে ঢাকা। বৃহস্পতিবার তলব করা হয়েছিল ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকেও।