মোস্তফা সরোয়ার ফারুকী। গ্রাফিক: সনৎ সিংহ।
অগ্নিগর্ভ বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের অপসারণের দাবিতে পথে নেমেছে বাংলাদেশের যুবসমাজ। কার্যত রণক্ষেত্র গোটা দেশ। ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, রবিবার সন্ধে পর্যন্ত মোট ৭২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ১৪ জন পুলিশকর্মীও। এই অবস্থায় সন্ত্রাস থামানোর আকুতি করলেন মোস্তফা সরোয়ার ফারুকী।
ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, “সন্ত্রাস থামান। বাংলাদেশ সেনাবাহিনী, আপনাদের কাজ হল, যারাই সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধে দাঁড়ানো! তা সে যে পক্ষেরই হোক। যার যা মত, তারা তা প্রকাশ করবে, সমাবেশ করবে, মিছিল করবে। কিন্তু পিস্তল দিয়ে, শট গান দিয়ে কোনও জনমত প্রকাশ করা হচ্ছে?”
প্রশ্ন তুলে ফারুকী আরও লিখেছেন, “কালকে লাখ লাখ লোক সমাবেশ করল। দেশাত্মবোধক গান গাইল। আমরা তো তাদের কারও হাতে পিস্তল দূরের কথা, একটা লাঠিও দেখলাম না। আজ কেন এই সন্ত্রাস? কেন ৪২টা (এখন পর্যন্ত হিসাব) লাশ পড়লো?”
পোস্টের শেষে প্রমাদ গুনেছেন বাংলাদেশের পরিচালক। তাঁর কথায়, “মারতে মারতে সাধারণ জনতাকে এরকম সাহসী বানিয়ে দেবেন না যে সে ঘুরে দাঁড়ায়! তখন যে অগ্নুৎপাত হবে সেটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তার আগেই সন্ত্রাস থামান!”
উল্লেখ্য, রবিবার থেকে সে দেশে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। দেশের বিভিন্ন প্রান্তে শাসকদল আওয়ামী লীগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন আন্দোলনকারীরা। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy