তীরন্দাজির উপর গল্প আগে ছোট পর্দায় দেখেননি দর্শক। ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিক সম্প্রচারিত হওয়ার পর থেকেই তাই দর্শকের নজর ওই দিকে। প্রতিটি ধারাবাহিকে এক নায়ককে ঘিরে থাকবেন একজন নায়িকা আর এক খলনায়িকা, সে কথা সবার জানা। কিন্তু এই মেগার গল্পই অন্য ভাবে বুনেছেন পরিচালক। শুরুর দিন থেকে প্রতি সপ্তাহে টিআরপি নম্বর ক্রমশ বেড়েই চলেছে এই ধারাবাহিকের। চলতি সপ্তাহে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। ত্রিকোণ প্রেম তো রয়েছেই। সেই সঙ্গে খেলাধুলোর এক অন্য রকমের মিশেল রয়েছে গল্পে। একলব্য, রাঙামতি আর আহিরীর কাহিনি। শহুরে মেয়ে আহিরীর সঙ্গে বিমানচালক একলব্যর প্রেম রয়েছে। তাদের মাঝেই রাঙামতির প্রবেশ। কোনও ভাবেই তা মানতে রাজি নয় আহিরী। তাই কোনও না কোনও ভাবে নায়িকার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সে।
আরও পড়ুন:
এ তো গেল ক্যামেরার সামনের গল্প। বাস্তবেও কি তারা এমনই? সাপে নেউলে? ক্যামেরার সামনে যারা যতই দুষ্টুমি করুক না কেন বাস্তবটা একটু অন্য রকমই হয়। এ ক্ষেত্রেও যে তাই সে কথাই বললেন অভিনেত্রী মণীষা মণ্ডল। এখন তিনি সকলের রাঙামতি। আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন, “ক্যামেরার সামনে যা-ই হোক না কেন, বাস্তবে আমরা খুব ভাল বন্ধু।” শট না থাকলেই একসঙ্গে খাওয়া-দাওয়া, কেনাকাটা সব কিছুই লেগেই থাকে তাঁদের। মহাপর্বের জন্য এই মুহূর্তে শুটিংয়ের খুবই চাপ যাচ্ছে। এ বার আহিরীর মুখোশ খোলার পালা। তাই কাজের ফাঁকে নিজেদের জন্য সময় পাচ্ছেন কম তাঁরা। এর মধ্যেও সুযোগ পেলে কখনও যাচ্ছেন কফি খেতে। আর সেই সুযোগও যদি না পান তা হলে শুটিংয়ের ফাঁকেই হচ্ছে ছোটখাটো চড়়ুইভাতি।