Advertisement
E-Paper

কাজলের জন্মদিনে শুভেচ্ছা টোটার, অভিনেত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ কেমন? জানালেন অভিনেতা

৫ অগস্ট সোমবার কাজলের জন্মদিন। বিশেষ দিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন টোটা রায়চৌধুরী। স্মৃতিচারণ করলেন তাঁর ‘দাদা’রও।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ১৩:১৬
Bengali actor Tota Roy Choudhury wished Kajol on her 50th birthday

‘হেলিকপ্টার ইলা’ ছবির একটি দৃশ্যে কাজলের সঙ্গে টোটা রায়চৌধুরী। ছবি: ফেসবুক।

সোমবার কাজলের জন্মদিন। বিশেষ দিনে সহ-অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে স্মৃতিমেদুর বার্তা দিলেন টোটা রায়চৌধুরী। একই সঙ্গে ‘দাদা’কেও স্মরণ করলেন তিনি।

২০১৮ সালে মুক্তি পায় কাজল অভিনীত ছবি ‘হেলিকপ্টার ইলা’। এই ছবিতে কাজলের স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন টোটা। অন্য দিকে, দম্পতির ছেলের চরিত্রে ছিলেন ঋদ্ধি সেন। জন্মদিনে কাজলকে শুভেচ্ছা জানাতে গিয়ে ছবির পরিচালক প্রদীপ সরকারের প্রসঙ্গ উত্থাপন করেছেন তিনি। সমাজমাধ্যমে টোটা লেখেন, ‘‘ঝলমলে নভেম্বরের সকাল। হাইওয়ে ধরে এগোচ্ছি। ফোনটা বেজে উঠল। দেখলাম, দাদা কলিং! মুম্বই ইন্ডাস্ট্রির সকলের প্রিয় দাদা অর্থাৎ স্বর্গীয় শ্রী প্রদীপ সরকার।’’

টোটা জানান, প্রস্তাব আসার পরেই তিনি রাজি হয়ে যান। তখন পরিচালক বলেন, ‘‘পার্টটা কী, জানতে চাইলি না।’’ টোটার বিশ্বাস ছিল, প্রদীপ তাঁকে ভাল চরিত্রেই কাস্ট করবেন। কিছু ক্ষণ পর প্রদীপের উত্তর আসে, ‘‘কাজলের বয়ফ্রেন্ড। পরে হাজ়ব্যান্ড।’’ প্রথমে বিশ্বাস করেননি টোটা। তিনি নিজে কাজলের অভিনয়ের ভক্ত। টোটা জানান, পরবর্তী সময়ে তাঁকে অপ্রস্তুত করতে ফ্লোরে পরিচালক নাকি সে কথা কাজলকে বলেও দেন। টোটা লেখেন, ‘‘হঠাৎ কেন স্মৃতিচারণ? কারণ, আজ কাজলের ৫০তম জন্মবার্ষিকী। ওকে শুভেচ্ছা জানাতেই ছবিটা পোস্ট করব ভেবেছিলাম। হঠাৎ দাদার কথা খুব মনে পড়ে গেল।’’

ছবিটি মুক্তির পর ৬ বছর অতিক্রান্ত। কাজলের সঙ্গে টোটার কি এখনও যোগাযোগ রয়েছে, টোটার কাছে প্রশ্ন রাখা হয় আনন্দবাজার অলাইনের তরফে। অভিনেতা জানালেন, মাঝেমধ্যে তাঁদের কথা হয়। টোটা বললেন, ‘‘‘রকি অউর রানি কি প্রেম কহানি’ দেখে ও নিজে আমায় ফোন করে। ছবিতে আমার অভিনয় ওর পছন্দ হয়েছে।’’

সম্প্রতি হিন্দি ছবি ‘মা’-এর শুটিংয়ে কলকাতায় বেশ কয়েক দিন কাটিয়েছিলেন কাজল। ওই ছবিতে টোটার অভিনয়ের কথা ছিল। টোটা বললেন, ‘‘সব ঠিকই ছিল। কিন্তু শেষে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এ সঙ্গে ডেট ক্ল্যাশ করে। তাই ছবিটা আর করতে পারলাম না।’’ তবে টোটার বিশ্বাস, ভবিষ্যতে নিশ্চয়ই কাজলের সঙ্গে তাঁর কাজের সুযোগ আসবে। আরও নতুন অভিজ্ঞতা তৈরি হবে।

Kajol Tota Roy Chowdhury Bollywood News Bengali Actor Birthday Pradip Sarkar birthday wish
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy