Advertisement
E-Paper

১২ মাসে ১২ টুইটে ১২ নায়িকা...

আর মাত্র কয়েকটা দিন। তার পরই নতুন বছরের শুরু। বছরভর সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন নায়িকারা। সরাসরি যোগাযোগ রাখেন অনুরাগীদের সঙ্গে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ১৮:০০

আর মাত্র কয়েকটা দিন। তার পরই নতুন বছরের শুরু। বছরভর সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন নায়িকারা। সরাসরি যোগাযোগ রাখেন অনুরাগীদের সঙ্গে। এক নজরে দেখে নেওয়া যাক ১২ মাসে ১২ নায়িকার বাছাই কিছু টুইট।

জানুয়ারি: ২৭ জানুয়ারি, ২০১৭। রীতু কুমারের আউটফিটে সেজেছিলেন পায়েল সরকার। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি।

ফেব্রুয়ারি: ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইনস্ ডে উইশ করলেন শুভশ্রী। তাঁর কাছে নাকি বছরের সব দিনই ভ্যালেন্টাইনস ডে। সে কথা জানাতে ভোলেননি অভিনেত্রী।

মার্চ: ৭ মার্চ, ২০১৭। ‘হাসছি মোরা আহ্লাদী’ ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করেন সোহিনী সরকার। ফ্রেমবন্দি নায়িকার সঙ্গী ঋতুপর্ণা সেনগুপ্তের মেয়ে ঋষণা।

এপ্রিল: ১৪ এপ্রিল, ২০১৭। বাংলার নতুন বছরকে সোশ্যাল মিডিয়ায় স্বাগত জানিয়েছিলেন রাইমা সেন। দেখুন, কীভাবে…।

মে: ৮ মে, ২০১৭য় মাদার্স ডে-তে মা-কে শুভেচ্ছা জানিয়েছিলেন মিমি চক্রবর্তী।

জুন: ১৩ জুন, ২০১৭। টুইটারে ফলোয়ারদের গুড মর্নিং উইশ করেছিলেন ঋতুপর্ণা। সঙ্গে নিজের যে ছবি দিয়েছিলেন তা নিঃসন্দেহে উত্তাপ বাড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

জুলাই: ২০ জুলাই, ২০১৭। নুসরত লিখেছিলেন, লিপবাম আর কাজল যে কোনও মহিলাকে সুন্দর করে তুলতে পারে। যাঁরা এই দুটো জিনিস ছাড়া বাঁচতে পারবেন না, তাঁদের প্রতি চিয়ার্স।

অগস্ট: ৫ অগস্ট, ২০১৭। শ্রাবন্তী ট্রাই করেছিলেন নতুন কিছু। কী সেটা? দেখুন নায়িকার শেয়ার করা ভিডিও।

সেপ্টেম্বর: ২০ সেপ্টেম্বর, ২০১৭। পুজো আসতে তখন আর মাত্র কয়েকটা দিন বাকি। মেয়ে শাহিদা নীরাকে নিয়ে ছবি শেয়ার করেছিলেন সুদীপ্তা চক্রবর্তী।

অক্টোবর: ২০ অক্টোবর, ২০১৭। টুইটারে সকলকে দিওয়ালির উইশ করেছিলেন রুক্মিণী মৈত্র। সঙ্গে ছিল বিশেষ চমক।

নভেম্বর: ১৪ নভেম্বর, ২০১৭। চিলন্ড্রেন্স ডে স্পেশ্যাল মোমেন্ট শেয়ার করলেন প্রিয়ঙ্কা। সঙ্গী ছেলে সহজ।

ডিসেম্বর: নায়িকারা নাকি নিজের বয়স বলতে পছন্দ করেন না। তবে তিনি ব্যতিক্রমী। ১৩ ডিসেম্বর জন্মদিনে নিজের ছবি টুইট করে জানিয়েদিলেন তাঁর ৩৭ বছরের পাগলামির কথা। জন্মদিনে নিজেকে উইশ করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

Swastika Mukherjee Tollywood Sohini Sarkar priyanka sarkar Raima Sen Subhasree Ganguly Sudipta Chakraborty Payel Sarkar Mimi Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy