বারাণসীতে শুটিং-এ গিয়ে ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের রহস্যমৃত্যু। সারনাথের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে অভিনেত্রীর ঝুলন্ত দেহ। ঘটনায় প্রায় শোরগোল পড়ে গিয়েছে বিনোদন জগতে। এই ঘটনার কিছু ক্ষণের মধ্যে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে অভিনেত্রীর দেহ। ২৫ বছরের তরুণী এই অভিনেত্রীর মৃত্যু ঘিরে স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন, ঘনীভূত হচ্ছে রহস্য। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে অভিনেত্রীর একটি ভিডিয়োকে ঘিরে। জল্পনা, এটিই নাকি আকাঙ্ক্ষার শেষ লাইভ।
আরও পড়ুন:
भोजपुरी अभिनेत्री आकांक्षा दुबे ने वाराणसी के होटल में फांसी लगाकर जान दी।
— Aman Tiwari (@amantiwari_) March 26, 2023
कल देर रात आकांक्षा इंस्टाग्राम पर लाइव आई थीं, उस वक्त वह रो रही रहीं थी, उसी वक्त मैंने ये वीडियो स्क्रीन रिकॉर्ड कर लिया था..#akankshadubey #bhojpuriactress pic.twitter.com/0UJuYtT9O2
ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। সেখানেই দেখা যাচ্ছে একেবারে হাপুস নয়নে কাঁদছেন অভিনেত্রী। একেবারে স্বল্পদৈর্ঘ্যের একটি ভিডিয়ো ক্লিপ। কোনও কথা শোনা যায়নি, মুখে হাত চাপা দিয়ে কেঁদেই চলেছেন তিনি। তাঁর কয়েক ঘণ্টার মধ্যেই এই অঘটন। এদিকে প্রেম দিবসের দিন সহ-অভিনেতা সমর সিংহের সঙ্গে সম্পর্কের কথা কবুল করেন আকাঙ্ক্ষা। তার পর এক মাস কাটতে না কাটতেই তাঁর রহস্যমৃত্যু।
মাত্র ১৭ বছর বয়সে সিনেমায় অভিষেক আকাঙ্ক্ষার। ৫০টিরও বেশি মিউজিক ভিডিয়োয় কাজ করেছেন তিনি। ২০১৮ সালে থেকে মানসিক অবসাদ ভুগতে শুরু করেন অভিনেত্রী। মাঝে লম্বা বিরতি নিয়ে ফেরেন কাজে। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন তাঁর অবসাদের কথা। তবে ঠিক কী কারণে মৃত্যু হল আকাঙ্ক্ষার, তা অজানা।