বিবৃতি তাঁর কোনও ছবিতেই চিত্রগ্রাহকের নাম লেখেননি। কোনও ক্ষেত্রে কেবল ‘ভিটামিন ই’ লেখা। কে এই ‘ভিটামিন ই’? অভিনেত্রী দেবলীনা দত্তের প্রাক্তন স্বামী তথাগত মুখোপাধ্যায় কি? সম্প্রতি এক রহস্যময়ী নারীর ছবিও তিনি পোস্ট করেছেন। সমুদ্রসৈকতেই। স্পষ্ট নয় তাঁর মুখ। সাদা কালো তিনটি ছবি।
কিন্তু সেই পুরুষের সম্পর্কে প্রশ্ন করতেই আনন্দবাজার অনলাইনকে বিবৃতি বললেন, ‘‘হ্যাঁ, পুরুষ তো বটেই। কিন্তু এখনই তাঁর নাম বলতে চাই না আমি। নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই ভালবাসি।’’ সোজাসাপ্টা জবাবের সঙ্গে ধাঁধা করতে ছাড়েননি বিবৃতি। নায়িকার কলারটোনে ‘ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট’ গান বাজে। ঠিক তেমন ভাবেই তিনি রহস্য রেখে বললেন, ‘‘এইটুকু বলতে পারি, ‘ভিটামিন ই’ ছিল আমার সঙ্গে। আমি একা ছিলাম না।’’
কে এই ‘ভিটামিন ই’? ব্যাখ্যা করলেন বিবৃতি।
ইংরেজি ভাষা নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন নায়িকা। ব্রিটিশ লেখিকা জেন অস্টিনের ভক্ত। তাঁরই উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর মুখ্য দুই চরিত্রের সঙ্গে নিজের প্রেম জীবনকে মিলিয়েছেন বিবৃতি। সেখানে নায়িকার চরিত্রের নাম ছিল ‘এলিজাবেথ বেনেট’। সেই চরিত্রের সঙ্গে নিজের জীবনের সেই রহস্যময় পুরুষের মিল পান বিবৃতি। তাই ‘এলিজাবেথ’-এর নামের প্রথম অক্ষর ‘ই’-কে নিয়েছেন তিনি। কিন্তু কেবল ‘ই’ বলে ডাকতে চান না বিবৃতি। তাই পুরো নাম দিয়েছেন ‘ভিটামিন ই’। কেবল তা-ই নয়, ত্বকের বিষয়ে খুবই যত্নশীল তিনি। তাই সেই প্রেমিক তাঁর স্বাস্থ্যের জন্যেও উপকারী বলে মত তাঁর।
ধাঁধার সমাধান করলেন না বিবৃতি। কিন্তু পাঁচ দিনের গোপালপুর এবং পুরীসফরের পর গাড়ি করে ফিরতে ফিরতে আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় জানিয়ে দিলেন, এই সফর তাঁর কাছে খুবই আনন্দের ছিল। রাজস্থানে বড় হওয়ার কারণে ছোট থেকে কোনও দিন পুরী যাওয়া হয়নি তাঁর। এই প্রথম পুরীর সমুদ্র, জগন্নাথের মন্দির ঘুরে খুব ভাল লেগেছে তাঁর। তবে প্রচণ্ড গরমে কষ্টও পেয়েছেন তিনি। কিন্তু ‘ভিটামিন ই’-এর পাশে প্রবল রোদে বসে ‘ভিটামিন ডি’ গ্রহণ করতে মন্দ লাগেনি তাঁর।
কবে তাঁর রহস্যময় প্রেমিক জনসমক্ষে আসবেন, এখন তারই অপেক্ষা।