এই বর্ষায় শহরে জলপরীদের গান শোনা যাবে। আর জলের ভিতরের শব্দ। জলের তলায় যাওয়া যাবে? হ্যাঁ যাবে। জলের তলায় প্রাসাদে নিয়ে যাবে ‘ভটভটি’। সঙ্গী হবে জলপরী৷ স্থল থেকে কলকাঠি নাড়বেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়।
বহু বছরের প্রচেষ্টায় জলের গল্প পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি। কোভিড পরিস্থিতির আগেই তৈরি হয়ে গিয়েছিল তথাগতর নতুন ছবি ‘ভটভটি’। কিন্তু গত দু’বছর ধরে আলমারিতে তুলে রাখা ছিল। এ বারের বর্ষায় আর বাঁধ মানবে না জল। একেবারে উপচে পড়বে প্রেক্ষাগৃহে। দু’বছর আগে মুক্তি পাওয়া টিজার আবার মুক্তি পেল সম্প্রতি। এই ছবিতে অভিনয় করেছেন ঋষভ বসু, বিবৃতি চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায়, দীপঙ্কর দে এবং মমতাশঙ্কর। তা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, লামা হালদার, দেবপ্রসাদ হালদার, অমিত সাহা, নিমাই দে এবং খোদ পরিচালককে।
উচ্চপ্রশংসিত সেই টিজার নিয়েই পরিচালকের সঙ্গে আড্ডা দিল আনন্দবাজার অনলাইন। জানা গেল, জলের তলার দেশের গল্প।