এ বার কুমন্তব্যের জেরে বিতর্কে জড়িয়ে পড়েন বিকাশ মনকতলা। ছবি: সংগৃহীত।
বিপদে ‘বিগ বস ১৬’-এর প্রতিযোগী বিকাশ মনকতলা। বিগ বসের ঘরে সব সময়েই কিছু না কিছু ঘটতে থাকে। কারও নতুন সম্পর্ক তৈরি হয়। কেউ বেফাঁস মন্তব্যে করে জড়িয়ে পড়েন বিতর্কে। এ বারও তার অন্যথা হল না। সহ-প্রতিযোগী অর্চনা গৌতমকে উদ্দেশ করে এমনই এক মন্তব্য করে বসলেন বিকাশ, যে তাঁর বিরুদ্ধে ‘ন্যাশনাল কমিশন ফর সিডিউল কাস্টস’ কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনা এই যে, অর্চনাকে তাঁর জাত তুলে কথা বলেছেন বিকাশ। বলেছেন, “নিচু জাতির লোক সব।” আর এই কথা শুনেই চটেছে কমিশন। তারা মহারাষ্ট্র সরকার, রাজ্য পুলিশ তথ্য ও সংস্কৃতি দফতর, ভায়াকম ১৮, কালার্স-এ নোটিস জারি করেছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, তারা বিকাশের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করছে।
জাতিবৈষম্যে ইন্ধন দেয়, এমন মন্তব্য একটি শাস্তিযোগ্য অপরাধ। সংবিধানের ৩৮৮ ধারা অনুযায়ী বিষয়টির তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই নোটিস জারির ৭ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে কমিশনের তরফে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy