‘বিগ বস’-এ রাখি সবন্তের আচরণ নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন প্রতিযোগী আলি গোনির মা রূবি গোনি। তিনি জানিয়েছেন, প্রতিযোগিতায় রাখি যেভাবে প্রকাশ্যে ‘অভিশাপ’ দিয়েছেন তাঁর ছেলে আলিকে, মা হিসেবে তা শুনতে ভাল লাগেনি তাঁর।
‘বিগ বস’-এর ১৪ নম্বর সিজনে রাখির আচার আচরণ নিয়ে অসন্তোষ আগে থেকেই বাড়ছিল প্রতিযোগীদের মধ্যে। এবার ঘরের বাইরেও সেই সুর চড়়ল। যদিও রাখি যা করছেন তাতে অনুষ্ঠানের দর্শক বাড়ছে বলেই দাবি করছেন অনেকে। কিন্তু রূবি জানিয়েছেন দর্শকের মনোরঞ্জনের জন্য হলেও কিছু কিছু বিষয়ে সংবেদনশীল হওয়া উচিত। ‘‘জানি পুরোটাই বিনোদনের জন্য। একটা খেলা ছাড়া আর কিছুই না। সবই লোকে ভুলে যাবে। তা-ও বলব রাখি যখন আমার ছেলেকে অভিশাপ দিয়েছিল সেটা শুনতে খারাপ লেগেছিল আমার।’’ বলেছেন রূবি।
দিন কয়েক আগেই ‘বিগ বস’-এর একটি পর্বে রাখি আর আলির মধ্যে এক দফা কথা কাটাকাটি হয়। বিশেষ বান্ধবী জেসমিনের ‘বিগ বস’ থেকে চলে যাওয়ার জন্য রাখিকেই দায়ী করেছিলেন আলি। জেসমিন আর তাঁর সম্পর্কে রাখির ‘অভিশাপ’ লেগেছে বলেও অভিযোগ করেন আলি।