‘বিগ বস্’-এর প্রাক্তন প্রতিযোগী গোরিকে হেনস্থা, সাহায্য করল না পুলিশ। ছবি : সংগৃহীত।
‘বিগ বস্ ১৬’-এর ঘরে প্রতিযোগী হয়ে আসেন রাজস্থানের এই নৃত্যশিল্পী গোরি নাগরি। সমাজমাধ্যমে জনপ্রিয় আগেই ছিলেন। তবে, ‘বিগ বস্’-এর মঞ্চ রাতারাতি জনপ্রিয়তা দেয় এই শিল্পীকে। নাচের সঙ্গে শরীরিক বিভঙ্গের জন্য গোরির এত নামডাক। রাজস্থানের বিভিন্ন জেলায় জেলায় অনুষ্ঠান করেন এই ‘বিগ বস্’ খ্যাত তারকা। এ বার নিজের ঘরের লোকের কাছে নিগৃহীত হলেন গোরি নাগোরি।
২৪ মে ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আজমগড় যান অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিক সানি। সেখানেই বড় বোনের বরের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান নৃত্যশিল্পী। তাঁর অভিযোগ, কথা কাটাকাটি থেকে ঘটনাটি হাতাহাতির পর্যায় চলে যায়। তাঁর প্রেমিক সানিকে মারধর করেন তাঁর জামাইবাবু জাভেদ হুসেইন। তাঁর চুল ধরে টানেন, মারতে উদ্যত হলে থানায় অভিযোগ জানাতে যান গোরি। তবে অভিযোগ নিতে অস্বীকার করে স্থানীয় পুলিশ।
গোরির কথায়, ‘‘পুলিশ অভিযোগ নেওয়া তো দূর, আমার সঙ্গে নিজস্বী তুলতে থাকে এবং হাসিঠাট্টা করতে শুরু করে।’’ আজমগড়ে বিয়ে কাটিয়ে কথা ছিল দিল্লি যাওয়ার। তবে, সে সব এখন বিশ বাঁও জলে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy