উরফি জাভেদকে গ্রেফতারের দাবি বিজেপি নেত্রীর। ফাইল চিত্র।
২০২২ সালের সব থেকে চর্চিত নাম সম্ভবত উরফি জাভেদ। বছরের শেষ দিনেও তিনি চর্চায়। প্রতি দিন নিত্যনতুন সাজপোশাকে ক্যামেরার সামনে এসে রীতিমতো চমকে দেন উরফি। লজ্জা ঢাকতে কখনও গায়ে জড়ান গলার হার, কখনও আবার আলো। উরফির এই ‘সৃজনশীল পোশাক’ই এ বার সমস্যার কারণ। উরফির সাজপোশাক দেখে রেগে লাল মহারাষ্ট্রের বিজেপির মহিলা মোর্চা দলের সভাপতি চিত্রা ওয়াগ।
शी…ऽऽऽऽ
— Chitra Kishor Wagh (@ChitraKWagh) December 30, 2022
अरे..हे काय चाललयं मुंबईत
रस्त्यांवर सार्वजनिक ठीकाणी उत्तानपणे नंगटपणा करणारी ही बाई हिला रोखायला @MumbaiPolice कडे
IPC/CRPC आहेत की नाही
तात्काळ बेड्या ठोका हीला
एकीकडे निष्पाप महिला/मुली विकृतांच्या शिकार होताहेत तर ही बया अजून विकृती पसरवतीये @CPMumbaiPolice pic.twitter.com/M1loh1Mhge
এই মুহূর্তে বলিপাড়ার হালফ্যাশনের পোশাক হল বডিস্যুট। তেমনই এক কালো বডিস্যুটে দেখা গেল উরফিকে। যে পোশাকে লজ্জা নামমাত্র ঢাকা। মুম্বইয়ের রাস্তায় সেই পোশাকে উরফিকে দেখেই বেজায় চটেছেন বিজেপি মহিলা মোর্চার সভাপতি চিত্রা। তিনি টুইটে লেখেন, “মুম্বইয়ের রাস্তায় নগ্নতার প্রচার করছে উরফি। ওকে অবিলম্বে গ্রেফতার করা হোক।” তিনি আরও যোগ করেন। বলেন, “এক দিকে নিরপরাধ মেয়েরা কিছু নিম্ন মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছে। অন্য দিকে কিছু মেয়ে এই ভাবে প্রলোভন দেখাচ্ছে।” যদিও এই মন্তব্যে উরফির কোনও পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, কিছু দিন আগে স্ফটিকের হারে নিজের লজ্জা ঢেকেছিলেন উরফি।নেকলেসের ফাঁকে তাঁর শরীরের প্রতিটি রেখা স্পষ্ট। কিন্তু তাতে কী! উরফির আছে মগজাস্ত্র। ত্বকের রঙের স্টিকার সেঁটে নিয়েছেন স্তনবৃন্তে। তাতেই লজ্জা নিবারণ। এত অভিযোগের পর কি থামবেন উরফি? প্রশ্ন থেকেই যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy