হরিয়ানার ম়ডেলের রহস্যমৃত্যু। শীতল নামে ওই মডেলের ক্ষতবিক্ষত দেহ রবিবার হরিয়ানার সোনিপাতের খরখোদা এলাকায় একটি নালা থেকে শীতলের দেহ উদ্ধার করে পুলিশ। মডেলের গলা কাটা ছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তাই প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলেই জানা যাচ্ছে।
হরিয়ানার এই মডেল সিম্মি চৌধুরী নামেও পরিচিত। কয়েক দিন আগে শীতলের দিদি নেহা থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি জানান, ২৩ বছরের মডেল মিউজ়িক ভিডিয়োর শুটিং করতে ১৪ জুন আহার গ্রামে গিয়েছিলেন। তার পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। রবিবার শীতলের দেহ উদ্ধার করে পুলিশ। মডেলের দেহ ময়নাতদন্তের জন্য এক সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের পিছনে কী উদ্দেশ্য থাকতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
পানিপথের খলিয়া মাজরা গ্রামের বাসিন্দা শীতল। পেশায় মডেল হরিয়ানার গানের জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। মাত্র ছ’মাস আগেই গানের জগতে সফর শুরু করেন তিনি। শীতলের দিদির অনুমান, মডেলের প্রাক্তন বন্ধু সুনীল এই ঘটনায় জড়িত। তিনিই শীতলকে হত্যা করেছেন বলে অভিযোগ দিদির।
উল্লেখ্য, গত সপ্তাহেই আর এক নেটপ্রভাবী কমল কৌরের দেহ উদ্ধার করে পুলিশ। পঞ্জাবের গাড়ির পার্কিং এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল তাঁর দেহ। পর পর এমন ঘটনা ঘটায়, ফের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।