Advertisement
E-Paper

দাম্পত্যে অসৎ! সন্তানহারা স্ত্রীকে পাঠান ২৫ হাজার টাকা, ওম পুরীর বিরুদ্ধে বহু অভিযোগ সীমার

১৯৯১ সালে বিয়ের আট মাসের মাথায় সীমা এবং ওমের বিবাহবিচ্ছেদ হয়। ২০১৩ সালে নন্দিতা ওমের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন। তার কিছু দিন পরেই আইনি পথে তাঁদের বিচ্ছেদ হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৮:২৬
Bollywood actor Om Puri cheated on his first wife Seema Kapoor

(বাঁ দিক থেকে) সীমা কপূর, ওম পুরী এবং নন্দিতা কপূর। ছবি: সংগৃহীত।

অভিনয়ে অগণিত দর্শকের হৃদয় জয় করেছিলেন ওম পুরী। কিন্তু অভিনেতার ব্যক্তিগত জীবন বিভিন্ন সময়ে চর্চায় থেকেছে। সম্প্রতি প্রয়াত অভিনেতার প্রাক্তন স্ত্রী সীমা কপূর তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সীমা ওমের সঙ্গে তাঁর তিক্ত দাম্পত্যের উপর আলোকপাত করেছেন। জানিয়েছেন, সম্পর্কে থাকার সময়েই ওম নাকি সাংবাদিক নন্দিতা কপূরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। অনুরাগীরা জানেন, সীমার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নন্দিতাকেই বিয়ে করেন ওম। সীমা জানান, হলিউডের ছবি ‘সিটি অফ জয়’-এর শুটিংয়ের সময় নন্দিতার সঙ্গে ওমের আলাপ। সীমা বলেন, ‘‘সব কিছু ঠিক চলছিল। বন্ধুদের মধ্যে কয়েক জন এই সম্পর্কের কথা জানতেন। কিন্তু তাঁরা ভেবেছিলেন, কোনও সমস্যা হবে না। কিন্তু আমি তখন দিল্লিতে। ওম ফোন করে জানাল যে, ও নতুন সম্পর্কে জড়িয়েছে।’’

সীমা জানান, মুম্বইয়ে ফিরে আসার পর ওম শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ দিকে বাড়িতে নন্দিতার প্রেমপত্র খুঁজে পান সীমা। তিনি বলেন, ‘‘আমি বিবাহবিচ্ছেদ চাইনি। ওদের সম্পর্ক মেনে নিয়েছিলাম। কিন্তু নন্দিতার নিরাপত্তাহীনতার কারণেই ওম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। প্রতি দিন মদ্যপান করে ঝগড়া করত।’’

১৯৯১ সালে বিয়ের আট মাসের মাথায় সীমা এবং ওমের বিবাহবিচ্ছেদ হয়। সীমা জানান, তিনি তখন তিন মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু তাঁদের সন্তান জন্মের পরেই মারা যায়। সীমা বলেন, ‘‘তাই সহকারীর হাতে আমাকে ২৫ হাজার টাকা পাঠায় ওম। কিন্তু সেই টাকা আমি গ্রহণ করিনি।’’ একই সঙ্গে সীমা জানান, বিবাহবিচ্ছেদ বাবদ ওমের থেকে তিনি ৬ লক্ষ টাকা পেয়েছিলেন।

২০১৭ সালে প্রয়াত হন ওম। সীমা জানিয়েছেন, জীবনের শেষ দিকে তাঁদের মধ্যে নতুন করে যোগাযোগ হয়। হঠাৎই একদিন তাঁকে ফোন করে অতীতের ব্যবহারের জন্য ক্ষমা চান ওম। উল্লেখ্য, ২০১৩ সালে নন্দিতা ওমের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন। তার কিছু দিন পরেই আইনি পথে তাঁদের বিচ্ছেদ হয়।

Om Puri Bollywood Actor Celebrity Marriages
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy