Advertisement
E-Paper

ঋতুস্রাবের যন্ত্রণা চরমে পৌঁছলে সম্পর্ক ভাঙতেন! কেন এমন করতেন জাহ্নবী?

জাহ্নবী জানান, ঋতুস্রাব শুরু হওয়ার পরে সম্পর্ক ভাঙতেন। আর তার কয়েক দিনের মাথায় আবার সম্পর্ক ঠিক করতে যেতেন প্রেমিকের কাছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ১৭:৫০
Bollywood actress Janhvi Kapoor reveals she used to break up with her partner every month

জাহ্নবী কপূর। ছবি: সংগৃহীত।

জল্পনা বহু দিন ধরেই চলছিল। কখনও প্রেমিকের নাম লেখা লকেট, আবার কখনও প্রেমিকের সঙ্গে মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। কিন্তু অম্বানীদের বিয়েতে প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী কপূরের প্রবেশ কার্যত সিলমোহর দিয়েছে সম্পর্কে। বিয়ের অন্দরমহলে শিখরের হাতে হাত রেখে ঘুরতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সম্পর্কের প্রথম দিকটা নাকি খুব সহজ ছিল না। আর তার অন্যতম কারণ হল জাহ্নবীর ঋতুস্রাব। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বললেন অভিনেত্রী।

ঋতুস্রাবের যন্ত্রণা নাকি এমন জায়গায় পৌঁছত যে জাহ্নবী তাঁর সম্পর্ক ভাঙতেও উদ্যত হয়েছেন একাধিক বার। প্রায় প্রতি মাসেই যখন যন্ত্রণা অসহ্য হয়ে উঠত, তার প্রভাব গিয়ে পড়ত সম্পর্কের উপর। শারীরিক যন্ত্রণার সঙ্গে মানসিক ভাবেও ভেঙে পড়তেন তিনি। এই প্রসঙ্গে অভিনেত্রী বললেন, “প্রত্যেক মাসে যখন ঋতুস্রাব শুরু হত, এই মানুষটার সঙ্গে আমি সম্পর্ক ভাঙতে চাইতাম। সম্পর্কে আসার প্রথম তিন-চার মাসে, এই দেখে ও হকচকিয়ে গিয়েছিল। কিন্তু বেশ কিছু দিন একসঙ্গে থাকার পরে ও বুঝতে পেরেছিল বিষয়টা।”

জাহ্নবী জানান, ঋতুস্রাব শুরু হলে সম্পর্ক ভাঙতেন তিনি। আর তার কয়েক দিনের মাথায় আবার সম্পর্ক ঠিক করতে যেতেন প্রেমিকের কাছে। অভিনেত্রী আরও বললেন, “সম্পর্ক ভাঙার দু’দিন পরে আবার আমিই কাঁদতে কাঁদতে গিয়ে ক্ষমা চাইতাম। আমি বুঝতে পারতাম না, আমার মানসিক অবস্থা এমন কেন হত! সাংঘাতিক পর্যায় পৌঁছে যেত।” তবে যখনই কাজের খুব ব্যস্ততা থাকত, তখন নাকি এই যন্ত্রণা অনুভব করতে পারতেন না জাহ্নবী।

উপশম হিসেবে কি হট-ওয়াটার ব্যাগ ব্যবহার করতেন অভিনেত্রী? প্রশ্নের উত্তরে জাহ্নবী বললেন, “শুটিংয়ের মধ্যে কিন্তু আমি যন্ত্রণা অনুভব করতে পারতাম না। কিন্তু যখনই বাড়িতে অবসর সময় কাটাতাম, যন্ত্রণায় আমার শরীর অবশ হয়ে যেত। গত মাসে ঋতুস্রাবের সময় আমার নিতম্বে যন্ত্রণা করছিল। আগে পিঠে ব্যথা করত। একটা সময় নাক দিয়েও রক্ত পড়ত।”

বর্তমানে আসন্ন ছবি ‘উলঝ’ নিয়ে ব্যস্ত জাহ্নবী। এ ছাড়া কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।

Janhvi Kapoor Menstruation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy