বৃহস্পতিবার দুপুরে অহমদাবাদ থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যে বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটি। বিমানটি লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল বলে খবর। সেই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বিমানের সব যাত্রীই মারা গিয়েছেন বলে আশঙ্কা। বিমান সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিমানে যাত্রী ছিলেন ২৩০ জন। বাকি ১২ জন ছিলেন বিমানকর্মী। তাঁদের মধ্যে দু’জন পাইলট। এই ঘটনা যেন মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে বলিউড তারকাদের মনেও।
আরও পড়ুন:
অভিনেতা অক্ষয় কুমার লেখেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না, স্তব্ধ হয়ে গিয়েছি। প্রার্থনা করা ছাড়া অন্য পথ দেখতে পাচ্ছি না।’ অভিনেত্রী জাহ্নবী কপূর লেখেন, ‘এই ঘটনা ভিতর থেকে নাড়া দিয়েছে, একেবারে স্তব্ধ হয়ে গিয়েছি। এমন কিছু ঘটনা ঘটে যার পরে কথা বলার মতো অবস্থায় থাকে না মানুষ। বিমানের যাত্রী ও কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা।’ অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সকলের পরিবারের প্রতি সমবেদনা জানান। ভিকি কৌশল লেখেন, ‘এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবরটা শুনলাম, ২৪২ জন যাত্রী ছিলেন। কেবল প্রার্থনা করতে পারি আমরা।’ এ ছাড়াও পরিণীতি চোপড়া থেকে সোনু সুদ, নীল নিতিন মুকেশ, বীর পাহাড়িয়া-সহ একাধিক তারকা এই ঘটনায় নিজেদের সমবেদনা জানিয়েছেন।