Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Bratya Basu

সাহিত্যনির্ভর ছবিতে ব্রাত্য-ঋত্বিক-তুহিনা

‘ফড়িং’-এর পরে ইন্দ্রনীল ‘মায়ার জঞ্জাল’ নামে একটি ছবি করেছেন, যেটি মুক্তির অপেক্ষায়। 

ব্রাত্য, ঋত্বিক ও তুহিনা

ব্রাত্য, ঋত্বিক ও তুহিনা

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০০:০১
Share: Save:

সাহিত্যভিত্তিক ছবি তৈরি করতে চলেছেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। শ্যামল গঙ্গোপাধ্যায়ের কাহিনি ‘যতীন দারোগার বেদান্ত’কে বড় পর্দায় ফুটিয়ে তুলবেন তিনি। মুখ্য চরিত্রে রয়েছেন ব্রাত্য বসু, ঋত্বিক চক্রবর্তী এবং তুহিনা দাস।

‘ফড়িং’-এর পরে ইন্দ্রনীল ‘মায়ার জঞ্জাল’ নামে একটি ছবি করেছেন, যেটি মুক্তির অপেক্ষায়। এ বার বড় পর্দায় তাঁর তৃতীয় ছবি হতে চলেছে। নাম চূড়ান্ত না হলেও চরিত্র নির্বাচন মোটামুটি সারা। যতীন দারোগার চরিত্রটি করছেন ব্রাত্য বসু। ‘ঘরে বাইরে আজ’-এর পর থেকে তুহিনা বেশ পরিচিত মুখ। ছবিতে মফস্‌সলের এক মেয়ের চরিত্রে রয়েছেন অভিনেত্রী। তাঁর বিপরীতে ঋত্বিক চক্রবর্তী। তুহিনার কথায়, ‘‘কেরিয়ারের শুরুতে আমি ভাল কনটেন্ট নির্ভর ছবি করতে চাই। আর কবিদার (ইন্দ্রনীল) ছবির বিষয়বস্তু তো সব সময়েই অন্য রকম। এই ছবিতে ব্রাত্যদা, ঋত্বিকদার সঙ্গে কাজ করতে পারব ভেবেই এক্সাইটেড লাগছে।’’ সৌম্যজিৎ মজুমদারের ছবি ‘হোমকামিং’ এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘অভিযান’-এ রয়েছেন তুহিনা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই বায়োপিকে অভিনেত্রীকে দেখা যাবে ওয়াহিদা রহমানের চরিত্রে।

ইন্দ্রনীলের সঙ্গে তুহিনার এটি প্রথম ছবি হলেও ঋত্বিক, ব্রাত্য দু’জনেই পরিচালকের সঙ্গে আগে কাজ করেছেন। ‘ফড়িং’, ‘মায়ার জঞ্জাল’ ছাড়াও শর্ট ফিল্ম ‘ভালবাসার শহর’-এ ছিলেন ঋত্বিক। যতীন দারোগার চরিত্রটি নিয়ে ব্রাত্যও বেশ উত্তেজিত। বলছিলেন, ‘‘এটি আমার সঙ্গে ইন্দ্রনীলের তৃতীয় কাজ। ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকি। ‘যতীন দারোগার বেদান্ত’র স্ক্রিপ্টটাও আমার দারুণ লেগেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bratya Basu Tuhina Das Ritwick Chakraborty Cinema
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE