সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু-তদন্তে নেমে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআইয়ের তদন্তকারীরা। আজই প্রথমবার তাঁদের জিজ্ঞাসাবাদ করা হল। এ দিনই আর এক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)-এর মুম্বইয়ের দফতরে তলব করা হয়েছিল গোয়ার দু’টি হোটেলের মালিক গৌরব আর্যকেও।
সুশান্তের অস্বাভাবিক মৃত্যু নিয়ে রিয়া ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে গত কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। গত ৪ দিনে প্রায় ৩৫ ঘণ্টা বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হয়েছে রিয়াকে। পাঁচ দিন ধরে শৌভিকের থেকেও তথ্য নেওয়ার চেষ্টা করছেন সিবিআইয়ের তদন্তকারীরা। কিন্তু রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী ও তাঁর মা সন্ধ্যা চক্রবর্তী আজই প্রথমবার সিবিআইয়ের তদন্তকারীদের মুখোমুখি হলেন। আজ সকাল ১১টা নাগাদ মুম্বইয়ের ডিআরডিও গেস্ট হাউসে তাঁরা সিবিআই তদন্তকারীদের সামনে পৌঁছন। মুম্বই পুলিশ তাঁদের পাহারা দিয়ে নিয়ে আসে।
সুশান্তের মৃত্যুতে মদত দেওয়া ও অভিনেতার টাকাপয়সা নয়ছয়ের অভিযোগে পটনা পুলিশের এফআইআরে রিয়া ও তাঁর বাবা-মায়ের নাম রয়েছে। সুশান্তের বাবা রিয়ার পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন। সূত্রের দাবি, তার ভিত্তিতেই ইন্দ্রজিৎ চক্রবর্তীদের আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে।