Advertisement
০২ মে ২০২৪
Gangu Ramsay death

‘রামসে ব্রাদার্স’ খ্যাত গঙ্গু রামসে প্রয়াত, বয়স হয়েছিল ৮৩ বছর

‘রামসে ব্রাদার্স’ প্রযোজিত প্রায় ৫০টি ছবিতে ক্যামেরার দায়িত্ব সামলেছিলেন গঙ্গু রামসে। তাঁর প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

Image of Gangu Ramsay

গঙ্গু রামসে। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৭:২৩
Share: Save:

সত্তরের দশকে বলিউডে হরর ছবির পৃথক ঘরানা তৈরি করেছিল ‘রামসে ব্রাদার্স’ প্রযোজিত অজস্র ছবি। প্রয়াত হলেন সেই রামসে ভাইদের অন্যতম সিনেমাটোগ্রাফার গঙ্গু রামসে। রবিবার মুম্বইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। গঙ্গু রামসের প্রয়াণের খবর জানা গিয়েছে তাঁর পরিবার মারফত। দীর্ঘ দিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভূগছিলেন।

বাবা এফইউ রামসের হাতে তৈরি প্রযোজনা সংস্থার অধীনে প্রায় ৫০টি ছবিতে ক্যামেরার দায়িত্ব সামলেছিলেন গঙ্গু রামসে। তাঁর উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘ভিরানা’, ‘পুরানা মন্দির’, ‘বন্‌ধ দরওয়াজ়া’ এবং ঋষি কপূর অভিনীত ‘খোঁজ’।

রামসেরা সাত ভাই মিলে তৈরি করতেন ছবি। ১৯৭২ সালে মুক্তি পায় তাঁদের প্রথম ছবি ‘দো গজ় জ়মিন কে নীচে’। প্রযোজনা সংস্থার তৈরি ছবিগুলোর গুণগত মান কেমন, তা নিয়ে সেই সময় দর্শকরা তেমন মাথা ঘামাননি। বস্তুত ভৌতিক প্রেক্ষাপট এবং যৌনতাকে হাতিয়ার করে সেই সময়ে তাঁদের ছবি দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা লাভ করে। নব্বইয়ের দশকে ছোট পর্দায় তাঁদের তৈরি ‘জ়ি হরর শো’-ও দর্শক মহলে জনপ্রিয়তা লাভ করে।

গঙ্গু রামসের প্রয়াণে বলিউডে শোকের ছায়া। অনেকেই সমাজমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন। রবিবার বিকালে ওশিওয়াড়া শ্মশানে গঙ্গু রামসের শেষকৃত্য সম্পন্ন হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE