Advertisement
E-Paper

আপনার গান আমাদের শক্তি, আপনি ছন্দে বিশ্রাম নিন, প্রয়াত জ়ুবিনের প্রতি মুখ্যমন্ত্রী মমতা

জ়ুবিনের গানের অনুরাগী বাংলার মুখ্যমন্ত্রীও। গায়কের আকস্মিক প্রয়াণ শোকস্তব্ধ করেছে তাঁকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৬
জ়ুবিন গার্গের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জ়ুবিন গার্গের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: সনৎ সিংহ।

সাধারণ থেকে খ্যাতনামী— সকলেই তাঁর গানের অনুরাগী। এটাই জ়ুবিন গার্গ। শুক্রবার আচমকা নক্ষত্রপতন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভ করতে গিয়ে চিরতরে হারিয়ে গেলেন গানের দুনিয়ার তারকা গায়ক। তাঁকে হারিয়ে বিমূঢ় সঙ্গীতমহল। শোকস্তব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সন্ধ্যায় তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শোকবার্তায় লেখেন, “আপনার গান আমাদের জীবনপথে পাথেয়, আমাদের শক্তি। আপনি ছন্দে বিশ্রাম নিন।”

অসমের বাসিন্দা এই গায়ক বহু জনপ্রিয় বাংলা ছবির গানের নেপথ্যশিল্পী। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে গাওয়া তাঁর প্রত্যেকটি বাংলা গান হিট। সেই সঙ্গে হিন্দি ছবির গান তো রয়েইছে। সে কথার উল্লেখ করে মুখ্যমন্ত্রীর বার্তা, “আপনার মিষ্টি গলা আর হার না মানা মনোভাব, আজীবন মনে থেকে যাবে। সঙ্গীতের অনেক গুণ। সঙ্গীত আমাদের লড়াই করতে শেখায়। অনেক রোগের এক ওষুধ সঙ্গীত। আমার হারানো বিশ্বাস ফিরে পেতেও সহযোগিতা করে। আপনার গান সেই গোত্রের।”

তিনি এ-ও জানান, দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। একই ভাবে শিল্পীর মৃত্যু হয়, তাঁর শিল্পের নয়। জ়ুবিনের গান সে ভাবেই থেকে যাবে চিরকাল। শ্রোতাদের হৃদয়ে।

এ দিন মুখ্যমন্ত্রী ছাড়াও গায়কের আকস্মিক প্রয়াণ শোকজ্ঞাপন করেছেন শাসকদলের সাংসদ-প্রযোজক-অভিনেতা দেব, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাজ্যের রাজনৈতিক মহল থেকে শোক জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জ়ুবিনের সাদাকালো ছবির নীচে নতমস্তকে অভিষেক। শোকজ্ঞাপন করে লিখেছেন, “জ়ুবিন গার্গের অকালপ্রয়াণ এক গভীর শূন্যতা তৈরি করল। বিরল প্রতিভাধর এক শিল্পী, ওঁর সঙ্গীত সীমানা-ভাষা-প্রজন্মের বেড়া ভেঙেছে। মানুষকে সুর ও আবেগের সুতোয় গেঁথেছে।” শিল্পীর মৃত্যু অপূরণীয় ক্ষতি, লেখেন অভিষেক। “শিল্পীর পরিবার, বন্ধুবান্ধব ও অগুনতি অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ওঁর আত্মার শান্তি কামনা করি।”

Mamata Banerjee Zubeen Garg
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy