Advertisement
E-Paper

বলিউডে নেটপ্রভাবীদের কদর আছে, টলিউডের মানতে কষ্ট হয় আমরাও অভিনয় পারি, অনুযোগ প্রীতির

“প্রেমে প্রচুর ছেঁকা খেয়েছি। তবু প্রেম থেকে দূরে থাকতে পারি না”, অকপট স্বীকারোক্তি ‘পাপা কি পরি’র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৯
প্রীতি সরকার না ‘পাপা কি পরি’?

প্রীতি সরকার না ‘পাপা কি পরি’? ছবি: ফেসবুক।

নেটপ্রভাবী থেকে অভিনেত্রী! ‘পাপা কি পরি’ নয়, প্রীতি সরকার পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘মন মানে না’র দ্বিতীয় নায়িকা। আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই হাসতে হাসতে বললেন, মা-বাবা পর্দায় মেয়েকে দেখার জন্য উন্মুখ।

নেটপ্রভাবীও বড়পর্দার অভিনেতা হতে পারেন? প্রশ্ন করতেই মৃদু হেসে প্রীতি জবাব দিলেন, “বলিউড বিষয়টি মেনে নিয়েছে। টলিউডের এখনও মানতে কষ্ট হয়।” তাঁর অভিজ্ঞতা বলছে, অনেকেই এটা বোঝেন না, যাঁরা সারা ক্ষণ ‘কনটেন্ট’ বানান তাঁরা সারা ক্ষণ ক্যামেরার মুখোমুখি থাকেন। ফলে, ক্যামেরার সামনে অভিনয় করতে অসুবিধা হয় না। সেই জন্যই এখনকার অনেক অভিনেতা ‘রিল’ বানিয়ে নিজেদের সমাজমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। যাতে আলোচনায় থাকতে পারেন। “তার মানে সব কনটেন্ট ক্রিয়েটার অভিনয় জানেন, এমনও নয়।”

তবে আস্তে আস্তে বিনোদনদুনিয়া বুঝতে পারছে, নেটপ্রভাবীদের দূরে সরিয়ে রাখার দিন আর নেই।

প্রীতিই যেমন অভিনয়ে আসবেন বলে সাত বছর ধরে নেটপ্রভাবী। সমাজমাধ্যমের জন্য ‘মিনি সিরিজ়’ পরিচালনা করেছেন। “এই অভিজ্ঞতাই বড়পর্দায় কাজে লেগেছে। বিপরীতে ঋত্বিক ভৌমিকের মতো অভিনেতা থাকলেও ভয় পাইনি। কারণ, আমিও তো ‘কনটেন্ট’ বানাতে গিয়ে দিনরাত অভিনয়ের মধ্যেই ডুবে থাকি।” রাহুলের ছবিতে অন্য একটি চরিত্রের জন্য পরীক্ষা দিতে গিয়েছিলেন প্রীতি। রাহুল তাঁকে দ্বিতীয় নায়িকা ‘শ্রেয়া’র চরিত্রের জন্য বেছে নেন। “রাহুলদার আমার উপরে বিশ্বাস ছিল, আমি পারব। নিজেকে চরিত্রের জন্য অনেক বদলাতে হয়েছে। কণ্ঠস্বরে বদল আনতে হয়েছে। বড় চ্যালেঞ্জ। মনে হয় পেরেছি। নিজেকে ভাঙতে কষ্ট হয়নি।” কারণ, তিনি তো সারা ক্ষণ এই কাজেই ব্যস্ত।

কাজের মতোই জীবনও নেটপ্রভাবী অভিনেত্রীকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল সদ্য। “এতটাই কাজপাগল যে, নিকটজনদের সঙ্গেও সম্পর্কে দূরত্ব বাড়ছিল। আমি সেটা বুঝতেই পারিনি। হঠাৎ করে দেখি বন্ধু, আত্মীয় এমনকি মা-বাবাও আমার আচরণে ব্যথিত। জানেন, নিজেকে অনেক বদলে ফেলেছি। এখন কাছের মানুষদের ডাকে সাড়া দিতে একটুও দেরি করি না।”

ছবির নামের প্রভাব তাঁর জীবনে কতটা? কোন বিষয়ে প্রীতির কিছুতেই মন মানে না?

একটু থমকে জবাব দিলেন অভিনেত্রী, “প্রেমে প্রচুর ছেঁকা খেয়েছি। তা-ও প্রেম থেকে দূরে থাকতে কিছুতেই মন মানে না!” রাহুলের ছবি দিয়ে বড়পর্দায় পা রাখছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া। প্রীতির সঙ্গে তাঁর খুব বন্ধুত্ব হয়ে গিয়েছে। “হিয়া খুব মিষ্টি”, বললেন নেটপ্রভাবী অভিনেত্রী। শাশ্বত চট্টোপাধ্যায়? “খুব ভাল অভিনেতা। ওঁর অভিনয়ের অন্ধ ভক্ত। তবে সামনাসামনি সাক্ষাৎ হয়নি।”

আরও ছবি, সিরিজ়ে অভিনয়ের কথা চলছে প্রীতির। ব্যস্ততা দ্বিগুণ হবে। সকলের প্রিয় ‘পাপা কি পরি’কে কি মিস্ করবেন তাঁরা? “একেবারেই না। যতই কাজের চাপ বাড়ুক, ‘পাপা কি পরি’ মাঝেমধ্যেই ফিরে আসবে।”

Rahool Mukherjee Mon Mane Na Hiya Chatterjee Soumya Mukherjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy