Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিদ্রুপ

প্রথম চার দিনে হল ৫০ শতাংশের বেশি না ভরলে প্রদীপ্তর ছবির ভবিষ্যৎ অনিশ্চিত। তাই আগেভাগে ছবি দেখার অনুরোধ করছেন নির্মাতারা।

ইন্দ্রাশিস-প্রদীপ্ত

ইন্দ্রাশিস-প্রদীপ্ত

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৫
Share: Save:

প্রদীপ্ত ভট্টাচার্যের আসন্ন ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র প্রচার চলছে জোরকদমে। এ প্রসঙ্গে পরিচালক ইন্দ্রাশিস আচার্যের একটি পোস্টকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

প্রথম চার দিনে হল ৫০ শতাংশের বেশি না ভরলে প্রদীপ্তর ছবির ভবিষ্যৎ অনিশ্চিত। তাই আগেভাগে ছবি দেখার অনুরোধ করছেন নির্মাতারা। ইন্দ্রাশিস প্রথমে ফেসবুকে প্রদীপ্তর ছবির সমর্থনে একটি পোস্ট লিখেছিলেন। দ্বিতীয় পোস্টে লিখেছেন, ‘কিছু দর্শকের প্রতিক্রিয়াতে আমার মনে পড়ে গেল, ‘বিলু রাক্ষস’, ‘পিউপা’ দুটো ছবিই বিনা পয়সায় বানানো হয়েছিল...’ বলাই বাহুল্য, বিদ্রুপাত্মক এই মন্তব্য অনেকের কানেই অন্য সুরে বেজেছে। ইন্দ্রাশিসের ছবি ফেস্টিভ্যাল সার্কিটে প্রশংসিত হলেও ব্যবসা করেনি। প্রদীপ্তর ছবির রিলিজ়ের আগে কেন সেই প্রসঙ্গের অবতারণা, এই প্রশ্নে ইন্দ্রাশিস বললেন, ‘‘কয়েক জন ব্যক্তিগত স্তাবক ও চাটুকার আমায় মেসেঞ্জারে লিখেছিলেন, ‘আপনি প্রথম চার দিনের মধ্যে এই ছবিটা দেখতে যাবেন।’ দু’জনের নাম করে বলা হয়েছিল, কলকাতায় তাঁদের মতো ভাল পরিচালক আর নেই, তাই তাঁদের ছবি দেখাটা নাকি কর্তব্যের মধ্যে পড়ে। এটা তো রীতিমতো দাদাগিরি! তখন আমি বলি, আমার ছবি যখন চলেনি, কোথায় ছিলেন আপনারা?’’ ইন্দ্রাশিসের দাবি, যাঁরা তাঁকে মেসেজ করেছিলেন, তাঁদের তিনি চেনেন না। আরও জানালেন, প্রদীপ্তর ছবির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাঁর। ‘‘কিন্তু একজনকে উপরে তোলার জন্য বাকিদের কেন ছোট করা হবে? বিষয়টা আমার কাছে উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তিগত আক্রমণের মতো লেগেছে,’’ বললেন ইন্দ্রাশিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajlakshmi O Srikanta Controversy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE