Advertisement
০২ মে ২০২৪
Coronavirus

মানবিক হৃতিক, করোনা যুদ্ধে দান করলেন ২৫ লাখ

এরই সঙ্গে তিনি বলিউডের  পাপারাৎজ়ির পাশে দাঁড়িয়েছেন।

হৃতিক

হৃতিক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ০০:৪৭
Share: Save:

হার না মেনে এগিয়ে যাওয়াকেই সাফল্যের মূল মন্ত্র বলে মনে করেন হৃতিক রোশন। করোনা মোকাবিলাতেও সেই মন্ত্রেই সকলকে উদ্বুদ্ধ করতে চাইছেন তিনি। এই অতিমারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি নানা ভাবে নিজের সামর্থ্য অনুযায়ী দেশের মানুষের পাশে দাঁড়ানোরও চেষ্টা করছেন। এ বার তিনি সিনেমা এবং টেলিভিশনের কলাকুশলীদের সংস্থায় (সিআইএনটিএএ) ২৫ লক্ষ টাকা দান করলেন।

সিআইএনটিএএ-র সভাপতি অমিত বহেল সম্প্রতি জানিয়েছেন, ‘‘হৃতিক সিআইএনটিএএ-র অ্যাকাউন্ট নম্বর চেয়ে পাঠিয়েছিলেন। এই ঘটনার পরেই সেখানে ২৫ লক্ষ টাকা তিনি পাঠিয়ে দেন। সিনেমার সঙ্গে যুক্ত অনেকেই দৈনিক মজুরিতে কাজ করেন। স্বভাবতই কাজ বন্ধ থাকায়, সেই সকল মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে গিয়েছে। এই টাকা আমরা সেই মানুষদের মধ্যেই ভাগ করে দেব। অন্তত তাঁদের যেন অনাহারে দিন কাটাতে না হয়।’’ এখানেই শেষ নয়। এরই সঙ্গে তিনি বলিউডের পাপারাৎজ়ির পাশে দাঁড়িয়েছেন। তারকাদের ছবি তুলে জীবিকা নির্বাহ করা পাপারাৎজ়ির আয়ের পথ এখন বন্ধ। অনেকেই অনিশ্চয়তার মাঝে দিন কাটাচ্ছেন। সেই রকমই কয়েকজন ছবি-শিকারিকে তিনি সাহায্য করেছেন বলে জানিয়েছেন বলিউডেরই এক নামী ফোটোগ্রাফার। সোশ্যাল মিডিয়ায় হৃতিকের মানবিকতার কথা উল্লেখ করে লেখা পোস্ট করেছেন তিনি।

এর আগেও বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন হৃতিক। মুম্বইয়ের বিএমসি কর্মীদের এন ৯৫ ও এফএফপি ৩ মাস্ক বিতরণ করেছেন তিনি। এ ছাড়াও একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে নিয়মিত মুম্বইয়ের প্রায় ১ লক্ষ ২০ হাজার দরিদ্র, শ্রমিক পরিবারের জন্য ও বৃদ্ধাশ্রমে রোজ রান্না করা খাবার পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছেন বলিউডের ‘গ্রিক গড’।

আরও পড়ুন: সানি লিওনি কী দিয়ে মাস্ক বানিয়েছেন জানেন?

আরও পড়ুন: সলমনের সচেতনতামূলক প্রচার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE