ফের করোনার থাবা ‘কৃষ্ণকলি’র সেটে। বাস্তবে এ বার করোনা আক্রান্ত হলেন কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল ওরফে নীল ভট্টাচার্য। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের অন্য চরিত্র অশোক চৌধুরী অর্থাৎ বিভান। আর এবার হলেন নীল৷ সুত্রের খবর, সোমবার অভিনেতা নীলের ক্লোজ শটের শুটিং ছিল৷ তাই ধারাবাহিকের অন্য অভিনেতাদের কোয়রান্টিনে রাখা হচ্ছে না৷ আপাতত শুটিং ফ্লোর থেকে নীলের বিদায়। তবে শুট চালু থাকছে। কৃষ্ণকলির শ্যামা অর্থাৎ তিয়াসা কাজ চালিয়ে যাবেন।
জানা যাচ্ছে, দিন দু'য়েক আগেই আগে থেকেই স্বাদ-গন্ধের অনুভূতি চলে গিয়েছিল তাঁর। এর পরেই তিনি করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বাড়িতেই কোয়রান্টিনে রয়েছেন নীল।
আরও পড়ুন- সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের সুপারিশ বিহার সরকারের