করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল। নানাবতী হাসপাতাল সূত্রে এ খবর জানা গিয়েছে। হাসপাতাল থেকেই ফের বৃহস্পতিবার টুইট করেছেন অমিতাভ। যাঁরা হিংসা করে, অন্যদের অপছন্দ করে— এমন ছয় ধরনের মানুষের থেকে দূরে থাকার কথা বলেছেন বিগ বি।
কয়েক দিন আগেই করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৭ বছরের অমিতাভ বচ্চন। তার পর কোভিড-পজিটিভ ধরা পড়ায় একই হাসপাতালে চিকিৎসাধীন অভিষেক বচ্চনও। অন্য দিকে লালারসের নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এলেও মা-মেয়ে ঐশ্বর্যা রাই বচ্চন ও আরাধ্যা বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন। তার জেরে বিগ বি-র চারটি বাংলো স্যানিটাইজ করার পর সিল করে দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের ভক্তদের উদ্দেশে বার্তা দিলেন বিগ বি। টুইটে তিনি লিখেছেন, ‘‘যাঁরা হিংসা করেন, যাঁরা অন্যদের অপছন্দ করেন, যাঁরা কখনওই সন্তুষ্ট থাকেন না, বদমেজাজি, সব সময় সন্দেহ করেন এবং যাঁরা অন্যের উপর নির্ভর করে বাঁচেন— এই ছয় ধরনের মানুষ সব সময় দুঃখ পান। এই ধরনের মানুষদের থেকে আমাদের দূরে থাকতে হবে।’’