Advertisement
২৯ মে ২০২৪
Alia Bhatt

Alia Bhatt: দুই পুরুষের রহস্যের ফাঁকে উঁকি মা-মেয়ের! আলিয়ার নতুন ছবির ঝলক প্রকাশ্যে

পরিবারের সহজ সরল ছবির মাঝে হঠাৎ ঢুকে পড়ে অস্বস্তি। আলিয়ার নতুন ছবি ‘ডার্লিংস’-এর ঝলক মুক্তি পেল মঙ্গলবার।

ব্যাঙ আর কাঁকড়াবিছের ভয়ঙ্কর গল্প শোনালেন আলিয়া

ব্যাঙ আর কাঁকড়াবিছের ভয়ঙ্কর গল্প শোনালেন আলিয়া

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৫ জুলাই ২০২২ ২০:১৬
Share: Save:

এই প্রথম থ্রিলার ছবিতে আলিয়া ভট্ট। প্রযোজনার উদ্যোগও এই প্রথম। মুক্তি পেল ‘ডার্লিংস’-এর প্রথম ঝলক। আলিয়া ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন শেফালি শাহ, বিজয় বর্মা এবং রোশন ম্যাথিউ।ঝলকে দেখা যায়, বিজয়ের সঙ্গে প্রেমঘন মুহূর্তে আলিয়া। তাঁরা দু'জনে বিয়ে করে মায়ের আশীর্বাদ নিচ্ছেন। আলিয়ার মায়ের ভূমিকায় শেফালি শাহ। যদিও এর পরই ছবিটা পাল্টায়। গোপনীয়তার গন্ধ, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলের মাঝে ভাঙনের বীজ পোঁতা হয়ে যায়।

গোটা ভিডিয়োটি ধরে আলিয়া একটি ব্যাঙ আর একটি কাঁকড়াবিছে নিয়ে ভয়ঙ্কর গল্প পাঠ করে চলেন নেপথ্যে। সব মিলিয়ে উত্তেজনার পারদ অনেকটাই উস্কে দিয়েছেন অভিনেত্রী। ঝলকটি নেটফ্লিক্সের তরফে সম্প্রচারিত হতেই অভিনেত্রী সবার সঙ্গে ভাগ করে নিলেন।লিখেছিলেন, ‘এটা শুধুই একটা ঝলক, ডার্লিংস! আসল চমক আসছে ৫ই আগস্ট।’

অর্থাৎ, আগামী ৫ আগস্ট ‘ডার্লিংস’ মুক্তি পাবে। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। গান লিখেছেন গুলজার।

‘ডার্লিংস’ সম্পর্কে কথা বলতে গিয়ে আলিয়া এর আগে জানিয়েছিলেন যে, ছবিটি তাঁর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। বলেছিলেন, ‘‘প্রযোজক হিসেবে এটা আমার প্রথম ছবি, সেটাও রেড চিলিজ-এর সঙ্গে। আমরা খুব গর্বিত এবং খুশি যে, ছবিটি তৈরি করতে পেরেছি। আমরা আশা করি, এটি সারা বিশ্বের দর্শকদের মন জয় করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE