চোর পুলিশ খেলায় সব সময়ে চোর পুরুষই কেন হবে! মহিলাও তো হতে পারে। তার উপরে যদি সেই চোরের উপরেই স্পটলাইট থাকে, তা হলে তো মহিলাদেরও সেই জায়গা পাওয়া উচিত, তাই না?
জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খান— বলিউডের হ্যান্ডসাম চোরদের দর্শকরা দেখে নিয়েছেন। এ বার সুন্দরী চোরদের জন্য অপেক্ষা করুন! কারণ কানাঘুষো শোনা যাচ্ছে, ‘ধুম ৪’ আসতে চলেছে। যেখানে চোর, থুড়ি অ্যান্টাগনিস্টের চরিত্রে থাকবেন প্রথম সারির বলি নায়িকা দীপিকা পাড়ুকোন।
সম্প্রতি নতুন বছরের ছুটি কাটাতে স্বামী রণবীর সিংহের সঙ্গে রাজস্থানের রণথম্ভোর জঙ্গল থেকে ঘুরে এলেন দীপিকা। এ বার ছুটি খতম, কাম শুরু।