বিয়ের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। দেবলীনা কুমারের হোয়াটসঅ্যাপ ডিপি-তেও তার ঝলক। গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি জ্বলজ্বল করছে। বিয়ের দিন যত এগিয়ে আসছে বাড়ছে আইবুড়ো ভাতের নেমনতন্ন। গতকালই যুগলে আমন্ত্রিত ছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, জিনিয়া সেনের বাড়িতে। অনুষ্ঠান শিবপ্রসাদের বাড়িতে হলেও উপস্থিত ছিলেন পরিচালকজুটির অন্যতম নন্দিতা রায়। ‘ব্রহ্মা জানেন’ ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী।
তিন বছর ধরে একে অপরকে জানেন গৌরব-দেবলীনা। তিন বছরের সম্পর্কের রং আরও গাঢ় দু’জনের পোশাকের রঙে। গত কাল দু’জনেই আসমানি নীলে ঝলমলে। গৌরব পরেছিলেন নীল শার্ট, ট্রাউজার্স। দেবলীনা সালোয়ার-কামিজ, সাদা দোপাট্টায় সহজ সুন্দরী।
কী কী ছিল মেনুতে? বাসমতি চালের ভাত, ডাল, ঝিরি ঝিরি আলুভাজা, চিকেন শাম্মি কাবাব, ফিশফ্রাই, গলদা চিংড়ির মালাইকারি, মাটন কষা, চাটনি, ব্ল্যাক কারেন্ট আইসক্রিম, জানালেন জিনিয়া।