এই মুহূর্তে সমাজমাধ্যম খুললেই যাঁর ছবি বেশির ভাগ সময় সামনে উঠে আসছে, তিনি অক্ষয় কুমার। ধুরন্ধর ছবিতে ‘রেহমান’ ডাকাতের চরিত্রে প্রশংসিত অক্ষয়। তার চেয়েও বেশি প্রশংসিত এই ছবিতে তাঁর ‘এফএ৯এলএ’ নাচ। একটি আরবি গানের তালে অক্ষয় নেচেছেন। কিছুটা হেঁটে এলেন, তার পরেই পায়ের বিভঙ্গের সঙ্গে কাঁধের ঝাঁকুনি মিলমিশ খেতেই কেল্লাফতে! তবে এই নাচের শুটিং করতে গিয়ে অক্সিজেন মাস্ক পরতে হয়েছিল অভিনেতাকে।
আরও পড়ুন:
এই গানটির শুটিং হয়েছিল লাদাখে। অনেকটা উচুঁ জায়গায় শুটিং হওয়ার কারণে অক্সিজেনের অভাব বোধ করতে শুরু করেন অভিনেতা। তাই উঁচুতে উঠলেই অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে যেতেন। যদিও এই গানে প্রথমে তেমন কোনও নাচের দৃশ্য ছিল না অক্ষয়ের। শুধু ছিল ‘ব্যাকগ্রাউন্ড ডান্সার’-এর নাচ।
নৃত্যপ্রশিক্ষক বিজয় গঙ্গোপাধ্যায় ও পরিচালক আদিত্য ধরকে নিজে থেকেই গিয়ে অক্ষয় বলেন, ‘‘আমি কি নাচতে পারি এই দৃশ্য।’’ সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান পরিচালক। কোনও পূর্বপ্রস্তুতি ছাড়াই এমন নাচেন অক্ষয়, তাতেই মন জয় করেন দর্শকদের। বিজয় বলেন, ‘‘অক্ষয় একটু করে নেচেই মুখে অক্সিজেন মাস্কে গুঁজে নেন। যদিও শুটিং নির্বিঘ্নেই হয়েছিল।’’