দেখতে দেখতে প্রায় চার বছর হল। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেছিলেন ক্যাটরিনা কইফ। বিয়ের আসর ঘিরে ছিল কড়া নিরাপত্তা। এ বার কি সন্তান জন্মের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি বহাল রাখছেন ক্যাটরিনা!
গত প্রায় দু’বছর ধরে সিনেমার জগৎ থেকে দূরে ক্যাটরিনা। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। নয়তো তীর্থস্থানে দেখা গিয়েছে। বিয়ের পর থেকে বার বার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর উঠে এসে চর্চায়। কিন্তু সম্প্রতি সেই জল্পনা যেন আরও জোরদার হয়েছে। ২০২৫ এই নাকি আসছেন ভিকি-ক্যাটের সন্তান!
গত বছরও অম্বানী-পুত্রের বিয়ের সময়ে ক্যাটরিনার পোশাক ও হাঁটাচলা দেখে নেটাগরিকের মনে হয়েছিল, তিনি অন্তঃসত্ত্বা। গত কয়েক বছরে সমাজমাধ্যম ও ছবিশিকারিদের থেকে দূরত্ব তৈরি করেছেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি মুম্বইয়ে একটি ফেরিঘাটে স্বামীর সঙ্গে ক্যাটরিনাকে দেখা যেতে জল্পনা দ্বিগুণ হয়। সেখানে নজর কাড়ে অভিনেত্রীর পোশাক। ক্যাটরিনা সে দিন পরেছিলেন সম্পূর্ণ সাদা রঙের কো-অর্ড সেট। এই পোশাক থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু। ক্যাটরিনার পরনে সাদা ঢিলেঢালা শার্ট দেখে অনুরাগীদের প্রশ্ন, অভিনেত্রী কি স্ফীতোদর লুকনোর চেষ্টা করছেন?
আরও পড়ুন:
শুধু তাই নয়, গাড়ি থেকে নেমে এসে কিছুটা ধীর গতিতেই হাঁটছিলেন ক্যাটরিনা। সমাজমাধ্যমে একটি পোস্টও ভাইরাল হয়, যেখানে ভিকি-ক্যাটরিনার ছবি দিয়ে লেখা, ‘‘আমরা দুই থেকে তিন হচ্ছি। নভেম্বরই সন্তান ভূমিষ্ঠ হবে।’’ এখন পর্যন্ত ভিকি বা ক্যাটরিনা কেউই এই পোস্টটি নিয়ে আপত্তি জানানি। আবার নিজেদের তরফ থেকে এটাকে জল্পনা বলে উড়িয়েও দেননি। দম্পতি এই মুহূর্তে একেবারেই চুপ। তবে কি কোনও চমক দিতে চাইছেন তাঁরা!