Advertisement
E-Paper

দীর্ঘ দিন ক্যানবন্দি থাকার পর অবশেষে শহর কলকাতায় মুক্তি পাচ্ছে ‘চাবিওয়ালা’, নেপথ্যে কারা?

এই পৃথিবীতে প্রতিটা মানুষই বোধহয় কোন না কোন চাবির সন্ধানে ছুটে চলেছে। কেউ বন্ধ দরজার তালা খুলে ছুঁতে চায় স্বপ্নকে। কেউ প্রিয় মানুষকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৭:২৪
‘চাবিওয়ালা’ ছবিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়।

‘চাবিওয়ালা’ ছবিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন কোনও ছবি ক্যানবন্দি হয়ে পড়ে থাকলে তার মুক্তি ঘটে কোন চাবিতে? টলিউড বলছে, পরিচালিক-অভিনেতা মানসী সিংহ ও পরিবেশক শতদীপ সাহা আর শুভঙ্কর মিত্র নাকি সেই চাবিওয়ালা। যাঁদের উদ্যোগে ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক রাজা ঘোষের ‘চাবিওয়ালা’। খবর, ছবিটি তৈরি হয়েও দীর্ঘ দিন পড়েছিল। বিভিন্ন কারণে মুক্তির আলো দেখতে পায়নি বহু দিন। মানসী-শুভঙ্কর-শতদীপ পাশে এসে দাঁড়ানোয় সেই অসম্ভব সম্ভব হচ্ছে, বলে জানিয়েছেন পরিচালক। ধাগা প্রোডাকশনের কর্ণধার শুভঙ্কর মিত্রেরও বিশ্বাস, ছবিটি দর্শকদের আনন্দ দেবে।

ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও ইতিমধ্যে ৩০টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের চলচ্চিত্র উৎসব ঘুরেছে। মনোনীত হয়েছে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ও লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে। পেয়েছে বেশ কিছু সম্মান।

‘চাবিওয়ালা’ ছবিতে অভিনেতা কৌশিক কর, পরিচালক রাজা ঘোষ।

‘চাবিওয়ালা’ ছবিতে অভিনেতা কৌশিক কর, পরিচালক রাজা ঘোষ। ছবি: সংগৃহীত।

এই পৃথিবীতে প্রতিটা মানুষই বোধহয় কোন না কোন চাবির সন্ধানে ছুটে চলেছে। কেউ বন্ধ দরজার তালা খুলে ছুঁতে চায় স্বপ্নকে। কেউ প্রিয় মানুষকে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম চাবি খোঁজে। তেমনই কাজ হারিয়ে গ্রামের ছেলে চাবিওয়ালা ভবেন ও নগেন শহরে উপস্থিত। ভবেনের আশা, হয়তো শহরে চলে আসা তার প্রেমিকার মনের দরজা খুলে সে তাকে নিজের করে পাবে। যদিও শহরে এসে দেখে, এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম চাবির খোঁজে ছুটে চলেছে।

ভবেন-নগেন কি পাবে তাদের খুঁজে চলা চাবির সন্ধান? এ ভাবে কেউ কি কোনও দিন পছন্দের চাবির সন্ধান পায়?

এইরকমই একটা নিটোল গল্পকে সেলুলয়েডে তুলে ধরেছেন পরিচালক। এই ছবি দিয়ে প্রথম জুটি বেঁধেছেন কৌশিক কর ও অমৃতা চট্টোপাধ্যায়। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে সোহাগ সেন ,রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, শঙ্কর দেবনাথের মতো অভিনেতা।

Rahul Arunoday Banerjee Amrita Chattopadhyay Koushik Kar Barun Chanda Subhasish Mukherjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy