শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর রাজীব বিশ্বাসের মধ্যে কি সব সমস্যার অবসান ঘটেছে, তাঁরা কি আবার একত্র হতে চাইছেন?
শুক্রবার সন্ধ্যা থেকে এই গুঞ্জনে মাত টলিপাড়া। উপলক্ষ্য সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’-এর বিশেষ প্রদর্শন। কালো সিক্যুইনের শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, গয়না, খোঁপায় গোঁজা গোলাপের কুঁড়ি— শুক্রবার ‘রবীন্দ্র কাব্য রহস্য’ ছবির বিশেষ প্রদর্শনে উপস্থিত ছবির নায়িকা। তাঁর জৌলুসের ছটায় চোখ ধাঁধিয়েছে উপস্থিত সকলের।
মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল দুই প্রাক্তনের। শ্রাবন্তী যখন দক্ষিণ কলকাতার আধুনিক প্রেক্ষাগৃহে পা রেখেছেন, তখন ঘাড় ফিরিয়ে তাঁকে দেখে নিয়েছেন রাজীব। চার চক্ষের মিলন কি হল তার পর? রাজীব-শ্রাবন্তী কি মুখোমুখি হয়েছেন? কথা বলেছেন?
‘রবীন্দ্র কাব্য রহস্য’ ছবির বিশেষ প্রদর্শনে রাজীব বিশ্বাস, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।
টলিউড বলছে, তেমন কিছুই নাকি ঘটেনি! তবে শ্রাবন্তীর সঙ্গে কাজ করায় আগ্রহী তাঁর প্রাক্তন স্বামী, এ কথা আনন্দবাজার ডট কমকে নিজের মুখে জানিয়েছেন ‘পাগলু’ ছবির পরিচালক।
তিনি বলেন, “আমাদের যখন আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলছে, সেই সময়েও আমরা কিন্তু একসঙ্গে কাজ করেছি। কোনও অসুবিধা হয়নি। আসলে কাজের ক্ষেত্রে দু’জনেই পেশাদার।” সাল ২০০৯ থেকে ২০১৪। রাজীব একের পর এক বাণিজ্যসফল ছবি উপহার দিচ্ছেন। তালিকায়, ‘দু’জনে’, ‘অমানুষ’, ‘ইডিয়ট’, ‘বিন্দাস’-এর মতো অনেক ছবি। টানা পাঁচ বছর এ ভাবেই জুড়ে ছিলেন তাঁরা পরস্পরের সঙ্গে।
আরও পড়ুন:
তার পর অনন্ত দূরত্ব। শ্রাবন্তী আরও দু’বার সাত পাকে বাঁধা পড়েছেন। রাজীব দোসরহীন। এখন অবশ্য উভয়েই ‘সিঙ্গল’। মিলবেন নাকি? শ্রাবন্তী কি অনেক বদলে গিয়েছেন?
পরিচালকের কথায়, “শ্রাবন্তী বরাবর ভাল অভিনেত্রী। এখন ওর অভিনয়ের ধার আরও বেড়েছে। ইদানীং অন্য ধারার ছবিতে অভিনয় করছে। যেমন, ‘আমার বস’, ‘দেবী চৌধুরাণী’। ভাল লাগছে। ওর ব্যক্তিগত জীবনের কোনও খবর রাখি না।” ফের সম্পর্কে বাঁধা পড়ার সম্ভাবনাও অবশ্য উড়িয়ে দিয়েছেন তিনি।