Advertisement
E-Paper

রুক্মিণীকে ছাড়া ‘দ্রৌপদী’ হবেই না! দাবি পরিচালক রামকমলের, ছবির শুটিং কবে থেকে শুরু?

২০২৩-এর শেষাশেষি শোনা গিয়েছিল, ‘মহাভারত’-এর দ্রৌপদীকে বড়পর্দায় দেখানোর কথা ভাবছেন পরিচালক। শুটিং কবে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৬:১৭
রামকমল মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র।

রামকমল মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র। ছবি: সংগৃহীত।

সাল ২০২৩-এর শেষাশেষি। তখনও রামকমল মুখোপাধ্যায়ের ‘নটী বিনোদিনী’র শুটিং শেষ হয়নি। আচমকা গুঞ্জন, তাঁর দ্বিতীয় ছবির কেন্দ্রে মহাভারতের দ্রৌপদী। নায়িকা আরও একবার রুক্মিণী মৈত্র!

সাল ২০২৫-এর শেষাশেষি। দু’বছর পেরিয়ে গেল। শুক্রবার মুক্তি পেল পরিচালকের দ্বিতীয় বাংলা ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। ‘দ্রৌপদী’ নিয়ে টুঁ শব্দ নেই! কেন? ছবিটি কি বানানো হবে না? দ্বিতীয় ছবির বিশেষ প্রদর্শনে আনন্দবাজার ডট কম-এর প্রশ্নের মুখোমুখি রামকমল।

তাঁর যুক্তি, “‘নটী বিনোদিনী’র মতো ‘দ্রৌপদী’ও স্বপ্নের প্রজেক্ট। ফলে, বানাব না এমনটা নয়। চিত্রনাট্যও তৈরি। কিন্তু বানানোর আগে অনেক কিছু ভাবতে হচ্ছে।” যেমন, ছবির বাজেট অনেক। কারণ, মহাভারতের অনেক চরিত্রকেই এখানে দেখা যাবে। তাঁদের পোশাক, সেট তৈরি, আউটডোর শুটিং-সহ সবটাই অনেক খরচসাপেক্ষ। এত টাকা দিয়ে ছবি বানানো হবে বলেই ছবির বাণিজ্যিক দিক নিয়েও আগাম ভাবছেন তিনি। পরিচালকের কথায়, “ছবি কেমন চলবে সেটাও ভাবতে হয় বর্তমান পরিস্থিতিতে। কারণ, আমায় তো প্রযোজকের টাকা ফেরত দিতে হবে।” প্রসঙ্গত, এই ছবির যৌথ প্রযোজক হিসাবে নাম উঠে এসেছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং প্রমোদ ফিল্মসের নাম।

দেব এই ছবির প্রযোজক, নিবেদকের পাশাপাশি অভিনয়ও করবেন, সেই সময়ে শোনা গিয়েছিল এমন কথাও। সেই সিদ্ধান্ত বহাল থাকলে রুক্মিণীই নিশ্চয়ই দ্রৌপদী হবেন? “একেবারেই তা-ই”, পরিচালকের কণ্ঠে আত্মবিশ্বাস। তিনি জানিয়েছেন, বাংলায় ‘দ্রৌপদী’ বানালে রুক্মিণীই নায়িকা। দেব-রুক্মিণী ছাড়াও ছবির আরও কিছু অভিনেতার নাম একই সঙ্গে প্রকাশ্যে আসে। যেমন, রূপা গঙ্গোপাধ্যায়, রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ, জিৎ-সহ অনেকেই। এ প্রসঙ্গে এখনই কিছু বলতে নারাজ রামকমল। প্রসঙ্গত, পদ্মভূষণজয়ী ওড়িয়া লেখিকা প্রতিভা রায়ের ‘যাজ্ঞসেনী’ অবলম্বনে ছবিটি তৈরি হবে। শুটিং হতে পারে মহারাষ্ট্র এবং হায়দরাবাদে।

Rukmini Maitra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy