ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ আচমকা বন্ধ। শুটিং করতে এসে জানতে পারেন নায়ক রাহুল মজুমদার। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ তিনি। ভাবতে পারেননি, ১০ বছর অভিনয়জীবন কাটানোর পর এ রকম অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হতে হবে।
আনন্দবাজার ডট কম-এর কাছে ক্ষোভ উগরে দিয়েছেন রাহুল। কথাপ্রসঙ্গে সাফ বলেছেন, “আমায় বলা হয়েছিল, ধারাবাহিকটি এখনও অনেক দিন চলবে। অনেক ভাল কাজ ছেড়ে দিয়ে তাই রাজি হয়েছিলাম। শুক্রবার শুট করতে এসেছি। সকাল ১০টায় আমাদের জানানো হল, শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক।” অভিনেতা হতবাক, ধারাবাহিকের রেটিং ভাল। তাঁর আর স্বস্তিকা ঘোষের জুটি খুব অল্প সময়ে জনপ্রিয়। সাম্প্রতিক টেলিসম্মান পুরস্কার অনুষ্ঠানেও সম্মানিত তাঁরা। তার পরেও সঠিক কারণ ছাড়াই বন্ধ হয়ে যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। নভেম্বরের শেষে ধারাবাহিকের শুটিং শেষ হবে। শেষ সম্প্রচার সম্ভবত ডিসেম্বরের চার তারিখ।
আরও পড়ুন:
এ বার কী করবেন রাহুল? প্রশ্ন ছিল তাঁর কাছে। অভিনেতার কথায়, “নতুন কাজের কথাবার্তা চলছে। তবে এ বার বেছে কাজ নেব।” কথায় কথায় তাঁর মনে পড়েছে ‘হরগৌরী পাইস হোটেল’। সেই প্রসঙ্গ তুলে রাহুল জানান, ৬০০ পর্বের পর তিনি বুঝতে পেরেছিলেন ধারাবাহিকটি বন্ধ হয়ে যেতে পারে। তখনই তিনি ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসেন।
নায়কের দাবি, এ রকম কোনও পরিস্থিতিই ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ক্ষেত্রে তৈরি হয়নি। তাই আচমকা ধারাবাহিক বন্ধের খবরে তিনি বিরক্ত। খবর, ‘অনুরাগের ছোঁয়া’র জায়গায় আসতে চলেছে স্নিগ্ধা বসুর নতুন ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’।