গত চার দিন ধরে কলকাতায় পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানী আর তাঁর দল। লক্ষ্য ক্রিকেটতারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবি। উদ্দেশ্য, ‘দাদা’র বাড়ির আনাচকানাচ খুঁটিয়ে দেখা।
বুধবার তারই চূড়ান্ত পর্যায়। এ দিন বেহালা চৌরাস্তায় গঙ্গোপাধ্যায় বাড়িতে সকাল সকাল উপস্থিত সৌরভের জীবনীছবির পরিচালক। বেজরঙা ট্রাউজ়ার, কালো টি-শার্ট। এই সাজে সহযোগীদের নিয়ে ‘মা মঙ্গল চন্ডী ভবন’-এ বিক্রমের উপস্থিতি। সেখানে উপস্থিত আনন্দবাজার ডট কম।
বাড়ির আনাচকানাচ খুঁটিয়ে দেখেন পরিচালক। ছবি তোলেন, ক্যামেরাবন্দি করেন নানা অংশ। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের আপ্তসহকারী তানিয়া বলেন, “মুম্বইয়ের স্টুডিয়োয় ‘দাদা’র বাড়ি তৈরি হবে। তাই বিক্রম ছবি তুলে নিয়ে যাচ্ছেন।” সব ঠিক থাকলে মার্চ মাস থেকে শুরু হবে শুটিং। শুট হবে কলকাতা, মুম্বই, লন্ডন-সহ নানা জায়গায়।
আরও পড়ুন:
গঙ্গোপাধ্যায় বাড়িতে খ্যাতনামীদের নিত্য আনাগোনা। এ দিনও লাল বাড়ির সামনে কৌতূহলী জনতার ভিড়। যদিও সৌরভের আপ্তসহকারী ছাড়া প্রকাশ্যে আসেননি পরিবারের বাকিরা। সৌরভের বাড়ির লাগোয়া তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের বাড়ি। এই বাড়িতেই ডোনার নাচের প্রতিষ্ঠান ‘দীক্ষা মঞ্জরী’। সেখানেও বিক্রম তাঁর দল নিয়ে ঘুরে দেখেন। সৌরভের বাড়িতে অনেক গাছ। প্রত্যেকটি গাছের নাম জেনে নোট করেন বিক্রম। রেকি সেরে বিক্রমাদিত্য দেখা করেন গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে। কথা হয় কিছুক্ষণ।
গত বছর থেকে শোনা যাচ্ছিল, বড়পর্দায় ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে মিমি চক্রবর্তীকে। সেখানেও বড় বদল আসতে চলেছে। জানা গিয়েছে, পরিচালক বিক্রম এবং অভিনেতা বাছাইয়ের দায়িত্বে থাকা মুকেশ ছাবড়া ও তাঁর দল নাকি ‘ডোনা’র ভূমিকায় বাংলার অন্য কোনও অভিনেত্রীকে নিতে চলেছেন। ‘দাদা’র সবুজ সঙ্কেত পেলে মিমিকে ‘সৌরভ ঘরনি’র ভূমিকায় দেখা না-ও যেতে পারে। তবে বাংলা থেকে এক ঝাঁক অভিনেতা থাকবেন। ছবিতে সৌরভ-ডোনার কন্যা সানাকেও দেখানো হবে। ২০১১ সাল পর্যন্ত ছবিতে তুলে ধরা হবে। সানা তখন খুবই ছোট। তাই এই ভূমিকায় মুম্বইয়ের কোনও শিশুশিল্পী অভিনয় করবে।