Advertisement
E-Paper

ববির অনাবৃত শরীর দেখা মাত্রই কী মন্তব্য করে বসলেন বোন এষা?

সবুজ ধুতি, গলায় হার, হাতে ছুরি, অনাবৃত শরীর! ‘অ্যানিমাল’ ছবির টিজ়ারে সৎ দাদা ববির এমন রূপ দেখে কী লিখলেন এষা?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৪
Esha deol reacted on Bobby Deol scene at the end of animal teaser

(বাঁ দিকে) ববি দেওল, এষা দেওল (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

‘গদর ২’ এর সময় থেকেই কাছাকাছি এসেছেন ধর্মেন্দ্রের দুই পক্ষের ছেলে-মেয়েরা। দাদা সানি দেওলের ছবি মুক্তির সময় গলা ফাটান এষা। এ বার পালা ববির।

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘অ্যানিমাল’ ছবির টিজ়ার। ২ মিনিট ২৬ সেকেন্ডের টিজ়ার জুড়ে প্রায় গোটাটাই রণবীর কপূর। যদিও মাঝে কয়েক সেকেন্ড রয়েছেন রশ্মিকা ও অনিল কপূর। সবার শেষে এক ঝলক দেখা যায় অভিনেতা ববি দেওলকে। পরনে সবুজ ধুতি, গলায় হার, হাতে ছুরি, অনাবৃত শরীর। কয়েক ঝলকেই যেন দর্শকের নজর কেড়েছেন অভিনেতা। দাদার এই ছবি দেখে নিজের সমাজ মাধ্যমের পাতায় এষা লেখেন, ‘‘শুধুই শেষ দৃশ্যটা দেখার জন্য অপেক্ষা করুন।’’

দেওল পরিবারের দুই পক্ষের সমীকরণ নিয়ে কম আলোচনা হয়নি বলিপাড়ায়। ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী হেমা মালিনীর মনোমালিন্য কারও অজানা নয়। তার প্রভাব পড়েছে দুই পক্ষের সন্তানদের সম্পর্কের উপরেও। ভাই-বোন হলেও গত চার দশক ধরে নিজেদের মধ্যে দূরত্ব রেখেছেন সানি ও ববি এবং এষা ও অহনা। তবে ‘গদর ২’-এর মাধ্যমে সম্পর্কের বরফ গলেছে তাঁদের। এ বার ‘অ্যানিমাল’ ছবিতেই সৎ দাদা ববির জন্য একই কাজ করলেন এষা।

‘অ্যানিমাল’ ছবি টিজা়রটি শেষ হয় ববি দেওলকে দিয়েই। তবে তাঁর মুখে কোনও কথা নেই। শুধুই ছুরি হাতে ইশারা করতে দেখা যায় তাঁকে। তাতেই নজর কেড়েছেন অভিনেতা। আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy