জ়ুবিন গার্গের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। দু’বার হওয়া ময়নাতদন্তের রিপোর্ট বলছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে জ়ুবিন গার্গের। তা-ও অনুরাগীদের মনে নানা প্রশ্ন রয়েই যাচ্ছে। এর মধ্যেই ছড়িয়ে পড়ছে একের পর এক ভিডিয়ো। ফের একটি ভিডিয়ো ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
সিঙ্গাপুরে মৃত্যু হয়েছে জ়ুবিনের। মৃত্যুর আগে তাঁকে সিপিআর-এর (কার্ডিয়োপালমোনারি রেসাসেটেশন) মাধ্যমে বাঁচানোর চেষ্টা করেছিলেন বিশেষজ্ঞেরা। ভিডিয়োয় দেখা গিয়েছে তেমনই। দেখা গিয়েছে, অ্যাম্বুল্যান্সে অচেতন অবস্থায় শুয়ে রয়েছেন এক ব্যক্তি। তখন তাঁকে সিপিআর দেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে, ওই ব্যক্তি জ়ুবিনই। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পরে সিপিআর-এর সাহায্য নেওয়া হয়। বিশেষ কায়দায় রোগীর বুকে দুই হাত দিয়ে চাপ দিলে পরিস্থিতি অনেক সময়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সঞ্জীব নারাইন নামে গুয়াহাটির এক ব্যক্তি এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। তিনিও জ়ুবিনের মৃত্যুর সময়ে সিঙ্গাপুরে ছিলেন। সমুদ্রে ডুব দেওয়ার আগে সেই প্রমোদতরীতে তিনি ছিলেন না।
আরও পড়ুন:
সম্প্রতি আরও একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছিল, কোনওমতে সাঁতার কাটছেন জ়ুবিন। তাঁর সঙ্গে রয়েছেন সহযোগী দলের সদস্যেরা। সাঁতার কাটতে কাটতে তিনি একটি ভেলার কাছে এসে পৌঁছোন। তার পরেই অচেতন হয়ে পড়েন। এই ভিডিয়ো ঠিক কবেকার, তা স্পষ্ট নয়। যদিও নেটাগরিকের অনুমান, এটি শেষ দিনেরই ভিডিয়ো।
জানা গিয়েছে, প্রথমে লাইফ জ্যাকেট পরেই নাকি সমুদ্রে ডুব দিয়েছিলেন জ়ুবিন। তার পর কিছু ক্ষণের মধ্যেই লাইফ জ্যাকেট খুলে তিনি ফিরে আসেন এবং জানান, লাইফ জ্যাকেটটি পরে তাঁর অস্বস্তি হচ্ছে। তার পরে সেটি ছাড়াই ডুব দেন এবং অঘটন ঘটে। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জ়ুবিনের। তিনি সেখানে গানের অনুষ্ঠানের জন্যই গিয়েছিলেন। গত মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে অসমে।